কলকাতা : সর্বভারতীয় ক্যালেন্ডার অনুসারে শাওনের (Sawaan) তৃতীয় সোমবার ২৪ জুলাই। কিন্তু বাংলায় শ্রাবণ শুরু হয়েছে গত ১৮ জুলাই। সেই হিসেবে দেখতে গেলে এটাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এর গুরুত্বই হিন্দুশাস্ত্রে আলাদা। শ্রাবণে শিব ঠিকুরকে সন্তুষ্ট করতে দূরদূরান্তে ছুটে যান ভক্তরা। তবে ঘরেও যাঁরা শিব পুজো (Shiv Puja) করেন, তাঁরা অবশ্যই কয়েকটি উপাদান হাতের কাছে রাখবেনই। যেমন ভস্ম। শিবপুজোয় ভস্মের গুরুত্বই আলাদা। 

কেন  ভস্ম ব্যবহার হয় শিবপুজোয়


শ্মশানচারী শিবের একমাত্র অলঙ্কার হল ভস্ম। তাই শিবপুজোর ক্ষেত্রে ভস্মারতি অতি আবশ্যক। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে (Ujjain Mahakal Temple) সারা বছর শিবের বিশেষ ভস্মারতি হয়। তবে শাওনে ভস্মারতির গুরুত্বই আলাদা। এর পিছনে আছে একটি গল্প। কিংবদন্তী বলে,দূষণ নামক এক অসুরের অত্যাচারে এককালে অতিষ্ঠ হয়ে ওঠে উজ্জয়িনি। দেবতাদের অনুরোধে মহাকালেশ্বর দূষণ অসুরকে বধ করেন। কিন্তু শিব ভোলেভালা দেবতা। তাঁর কাছে যে যা বর চান, তাই দিয়ে দেন। মৃত্যুর আগে দূষণ বর চায়, শিবের দিন শুরু যেন তার চিতাভস্ম দিয়ে হয়। দস্যুর মনোস্কামনা পূর্ণ করেন শিব। সেই থেকেই চলে আসছে ভস্মারতি। শুধু উজ্জয়িনী নয়, সারা দেশেই শ্মশানচারী শিবের পুজোয় ভস্মের ব্যবহার করেন অনেকে। 


মহাকালেশ্বর মন্দিরে এই ভস্মারতি দেখতে ভিড় জমান হাজারো ভক্ত। মধ্যরাত থেকে অপেক্ষা করলে ভস্মারতি দেখা মেলে। ভস্মের টিকা মেলে। 

শিব পুরাণ মতে,  তিন সন্ধেয়  যাঁরা মহাদেবের আরতির ভস্মের টিকা লাগান, তাঁরা জাগতিক পাপ থেকে মুক্তি পান। শিব পুজো করে পাপ থেকে মুক্তি মেলে। 






কী আচারে পুজো


সোমবার সকালে স্নান সেরে পুজো করা আবশ্যক। বেলপাতার ব্যবহার করতেই হবে। জল, দুধ, দই দিয়ে রুদ্রাভিষেক করতে পারেন। সোমবার শিবকে নৈবেদ্য সাজিয়ে দিন  ঘি ও চিনি দিয়ে।  শিবপুজোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক। 


বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও শুদ্ধ হয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়। চন্দন নিবেদন করেও ভোলেনাথ প্রসন্ন হন। শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মানুষ সমাজে সম্মান ও খ্যাতি পায়। শিবলিঙ্গে বেলপত্র নিবেদনকারী ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। 

আরও পড়ুন :


শ্রাবণে শিবক্ষেত্র তারকেশ্বরে যাবেন? যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial