হুগলি : সারা ভারতে শাওন পালন শুরু হয়েছে ৪ জুলাই।  তবে বাংলায় ১৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস (Sawan Somwar)। এই মাসেই বাংলার শিবতীর্থগুলিতে উপচে পড়ে ভিড়। ১৭ জুলাই হিন্দি ক্যালেন্ডার অনুসারে শাওনের ২ য় সোমবার হলেও, বাঙালিরা শ্রাবণ মাস পড়লেই শিবস্থানে তীর্থ করতে যান। আর বাংলার শিবক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর মন্দির। সারা শ্রাবণজুড়ে এই মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। 



বিশেষত, তারকেশ্বরে (Tarakeswar Temple) শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে সোমবার ভক্তরা আসেন। বাঁক কাঁধে মাইলের পর মাইল হেঁটে যেমন ভক্তরা আসেন, তেমন অনেকেই তারকেশ্বর আসেন ট্রেনে। তীর্থযাত্রীদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল রেল। 


কী সুবিধে দিচ্ছে রেল ?


ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফে জানানো হয়েছে, শ্রাবণের রবি ও সোমবার, এবং বিশেষ দিনগুলিতে বিশেষ ট্রেন দেওয়া হবে। হাওড়া - তারকেশ্বর লাইনে ওইদিনগুলিতে ৬ জোড়া ইএমইউ ট্রেন দেওয়া হবে। তাতে উপকৃত হবেন তীর্থযাত্রীরা। এই সময় তারকেশ্বরে চলে শ্রাবণী মেলা। তাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যাত্রীদের সাহায্য করতে তাই এই সময় বিশেষ ট্রেন চালাবে রেল।  

তারকেশ্বরে শ্রাবণ উদযাপন 


শ্রাবণ মাসটি ভগবান শিবের (Lord Shiva) জন্ম মাস হিসাবে প্রচলিত।  শ্রাবণ মাসের সোমবারে জল নিবেদন করলে সন্তুষ্ট হন দেবাদিদেব বলে মানুষের বিশ্বাস। মনে করা হয়, শ্রাবণ মাসের  সোমবার গুলিতে শিবের আরাধনা করলে, মহাদেবের আশীর্বাদ সবসময় ভক্তদের উপর থাকে।  শিবক্ষেত্র তারকেশ্বরের মতপুণ্য স্থানে গিয়ে, ভগবান শিবের আরাধনা করা হলে পূর্ণ হয় মনের ইচ্ছে, এমনটাই বিশ্বাস ভক্তদের। তাই তারকেশ্বরে শ্রাবণের সোমবারগুলিতে বেশ ভিড় হয়।  


তারকেশ্বরের শিব লিঙ্গের বিশেষত্ব হল, এটি স্বয়ংভু লিঙ্গ। এইরকম লিঙ্গ সচরাচর দেখা যায় না। সেইসঙ্গে তারকেশ্বরে সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র মনে করা হয়। তারকেশ্বরের মন্দির ও শিবলিঙ্গ ঘিরে মিলেমিশে রয়েছে ইতিহাস ও কিংবদন্তি। তাই যে কোনও বাধা কাটাতে দেবাদিদেবের চরণমূলে আশ্রয় পেতে তারকেশ্বরে পুজো দেন অনেকে। 


এবারও তার অন্যথা হবে না বলেই ধারণা সকলের। তাই অতিরিক্ত ভিড় থেকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সতর্ক প্রশাসন। সেই সঙ্গে বিশেষ ব্যবস্থা নিল রেলও। এই ট্রেনগুলি নিত্যযাত্রীদের বিশেষ সহায়ক হবে ।         


আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial