কলকাতা : শ্রাবণ মাস শিবের কাছে সবচেয়ে প্রিয়। একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে, শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে তাঁর শ্বশুর বাড়িতে আসেন এবং ভক্তদের কষ্ট দূর করেন। এই কারণেই এই পবিত্র মাসে ভক্তরা ভগবান ভোলেনাথকে খুশি করতে পুজো ও জলাভিষেক করেন। এই পুরো মাসটি ইচ্ছা পূরণের জন্য বিবেচিত হয়। আসুন জেনে নিই শ্রাবণ মাসে কী কী করা হয়।


শ্রাবণ মাসে কী কী করা হয় ?


মাটির শিবলিঙ্গে পুজো : শ্রাবণে ভোলেনাথকে জল, পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করা শুভ বলে মনে করা হয়। এই সময়ে ভগবান শিবের প্রিয় জিনিসগুলি যেমন ভাং, ভস্ম নিবেদন করা উচিত। মাটির শিবলিঙ্গ তৈরি করে শিবলিঙ্গের পুজো করা শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে ভগবান শিব দ্রুত পুজো গ্রহণ করেন।


শ্রাবণ সোমবারের ব্রত : শ্রাবণ সোমবার একটি বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়। এই দিনে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। কেউ কেউ ভাল জীবনসঙ্গী পেতে উপবাস করেন। এতে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।


সবুজ রঙের ব্যবহার- শ্রাবণে বর্ষার কারণে প্রকৃতি সবুজের চাদরে মুড়ে যায়। বিশ্বাস করা হয় যে, শ্রাবণে সবুজ চুড়ি এবং শাড়ি পরলে ভগবান শিব এবং মা পার্বতী প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন। দাম্পত্য জীবনে সুখ আসে, শূন্য কোল পূরণের ইচ্ছা পূরণ হয়।


কানওয়ার যাত্রা : শ্রাবণে কানওয়ারিয়ারা (শিবের ভক্ত) ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার জন্য কঠিন যাত্রা শুরু করেন। এতে তিনি কানওয়ারকে কাঁধে ঝুলিয়ে মাইলের পর মাইল হেঁটে হরিদ্বার ও সঙ্গম সৈকতে যান। তাঁরা কানওয়ারে জল ভরে নিয়ে আসেন এবং শ্রাবণ শিবরাত্রিতে সেই জল দিয়ে জলাভিষেক করেন। বিশ্বাস করা হয় যে, এটি করলে মোক্ষ লাভ হয়।


শ্রাবণের সময়, মহিলারা গাছে দোল খান এবং শ্রাবণ গান গাওয়া হয়। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।