কলকাতা : শ্রাবণ মাসে পড়া শিবরাত্রিকে বলা হয় শ্রাবণ শিবরাত্রি। যদিও পুরো শ্রাবণ মাস ভগবান শিবের (Lord Shiva) উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু এই দিনটি তাঁর পুজোর জন্য শুভ। শ্রাবণ মাসে যে শিবরাত্রি আসে তাতে ভোলেনাথের জলাভিষেক করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় বলে বিশ্বাস। এছাড়া বিবাহিত জীবনে ধন, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। ২০২৪ সালে শ্রাবণ শিবরাত্রি কখন ? জেনে নিন এই পুজো তারিখ, সময় এবং তাৎপর্য। Sawan Shivratri 2024


শ্রাবণ শিবরাত্রি কেন পালন করা হয় ?


শ্রাবণ মাস এবং শিবরাত্রি উভয়ই ভগবান শিবের প্রিয়। এই কারণেই শ্রাবণ মাসে পড়া এই মাসিক শিবরাত্রিটিকে খুব বিশেষ বলে মনে করা হয়। দ্বিতীয় বিশেষ বিষয় হল, শ্রাবণের শুরু থেকে শুরু হওয়া কানওয়ার যাত্রা শ্রাবণ শিবরাত্রিতে শেষ হয়। এই দিন কানওয়ারিয়ারা কানওয়ারে গঙ্গা জলে শিবলিঙ্গকে অভিষেক করেন।


শ্রাবণ শিবরাত্রির তারিখ-


শ্রাবণ শিবরাত্রি শুক্রবার, ২ অগাস্ট তারিখে। শ্রাবণ মাসের এই দিনটিকে সবচেয়ে শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। শিবরাত্রির রাতে মহাদেব শিবলিঙ্গে অধিষ্ঠান করেন বলে বিশ্বাস করা হয়।


শ্রাবণ শিবরাত্রির মুহূর্ত


রাতের প্রথম প্রহর পুজোর সময় - রাত ৭টা ১১ মিনিটে থেকে রাত ৯টা ৪৯ মিনিট পর্যন্ত।


রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময় - রাত ৯টা ৪৯ মিনিট থেকে রাত ১২টা ২৭ মিনিট(৩ অগাস্ট) পর্যন্ত।


রাতের তৃতীয় প্রহর পুজোর সময় - রাত ১২টা ২৭ মিনিট(৩ অগাস্ট) থেকে ভোররাত ৩টে ৬মিনিট (৩ অগাস্ট) পর্যন্ত।


রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় - ভোররাত ৩টে ৬মিনিট (৩ অগাস্ট) থেকে সকাল ৫টা ৪৪ মিনিট (৩ অগাস্ট) পর্যন্ত।


রাতে শিবপুজো বেশি কার্যকর বলে মনে করা হয়। এই বছর, ৩ অগাস্ট শ্রাবণ শিবরাত্রির উপবাস সকাল ৫টা ৪৪ মিনিট থেকে দুপুর ৩টে ৪৯ মিনিট পর্যন্ত পালনের সময়। Religion News


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।