কলকাতা: আজ অক্টোবর মাসের শেষ প্রদোষ উপবাস, এই শুভ সময়ে ভগবান শিবের পুজো করুন। আজ মাসের প্রথম প্রদোষ উপবাস, এই শুভ সময়ে শিব-গণেশের পুজো করুন। আজ মাসের শেষ প্রদোষ উপবাস, জেনে নিন শুভ সময়, পূজা পদ্ধতি ও প্রতিকার। 


বছরের প্রথম ভৌম প্রদোষ উপবাস আজ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি। প্রথমে একটি তামার পাত্রে জল ও চিনি ঢেলে সূর্যকে অর্পণ করুন। দুই চোখে জল ছিটিয়ে দিন। ভগবান শিবের মন্ত্র জপ করুন নমঃ শিবায়। প্রদোষের সময় ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করুন। ভগবান শিবকে পুরো চালের খির ও ফল নিবেদন করুন। আসনটিতে বসে ওম নমঃ শিবায় বা পঞ্চাক্ষরী স্তোত্র মন্ত্রটি ৫ বার পাঠ করুন। রবি প্রদোষ ব্রত উপায় রবিবার প্রদোষ পড়লে বয়স বৃদ্ধি ও সুস্বাস্থ্যের ফল পাওয়া যায়। রবি প্রদোষ এমন একটি উপবাস যা পালন করলে একজন ব্যক্তি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করতে পারে। রবি প্রদোষে উপবাস করলে সূর্য সংক্রান্ত সমস্ত রোগ খুব সহজে সেরে যায়। 


কিন্তু যে কোনো উপবাস বা উপাসনার ফল তখনই পাওয়া যায় যখন আচার-অনুষ্ঠান অনুযায়ী পূজা করা হয় এবং ভগবানের আরাধনা করা হয়।                                                                                                    


প্রদোষ ব্রতের নিয়ম (প্রদোষ ব্রত নিয়ম) 


১। ঘর এবং বাড়ির মন্দির পরিচ্ছন্নতার যত্ন নিন। 
২। শুধুমাত্র পরিষ্কার পোশাক পরে ভগবান শিব এবং সূর্যের পূজা করুন। 
৩। পুরো উপবাসের সময় আপনার মনে কোনো ভুল চিন্তা ঢুকতে দেবেন না। 
৪। আপনার শিক্ষক এবং বাবার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন।
৫। সমস্ত উপবাসের আচারের সময় নিজেকে ভগবান শিবের কাছে সমর্পণ করুন।


আরও পড়ুন, বছর শেষেও শনির কোপ? কোন রাশির জাতকদের সমস্যায় পড়তে হবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে