নয়া দিল্লি: এদিন ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে মেষ ও অশ্বিনী নক্ষত্রে এই সূর্যগ্রহণ হয়েছে। জ্যোতিষীরা বলছেন যে সূর্য মেষ রাশিতে বসে আছে, যেখানে রাহু ইতিমধ্যেই বসে আছে। এর কারণে রাহু-কেতুর ছায়া সূর্যের উপর থাকবে। এর পাশাপাশি, কুম্ভ রাশিতে বসা শনিও তৃতীয় দৃষ্টি অর্থাৎ বক্র দৃষ্টি (কুটিল দৃষ্টি) মাধ্যমে সূর্যের দিকে তাকিয়ে আছেন। গ্রহের এই অশুভ অবস্থান অনেক রাশির সমস্যা বাড়িয়ে দিতে পারে।


জ্যোতিষীদের মতে, বৃষ, কন্যা, তুলা, ধনু, মকর ও মীন রাশির জাতকদের সমস্যা বাড়বে সূর্যের উপর রাহু-কেতুর ছায়া এবং শনির বিপরীতমুখী দিকের কারণে। যদিও এটি মেষ এবং কর্কট রাশির মানুষের উপর কম খারাপ প্রভাব ফেলবে। অন্যদিকে মিথুন, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকরা গ্রহের এই অশুভ অবস্থান থেকে রক্ষা পাবেন।


বৃষ, কন্যা, তুলা, ধনু, মকর এবং মীন রাশির জাতক জাতিকাদের গ্রহণের সময় আরও সতর্ক থাকতে হবে। এই রাশির জাতক জাতিকাদের যেকোনো মুহূর্তে সংকট আসতে পারে। আপনার তৈরি কাজ নষ্ট হয়ে যেতে পারে। ঝগড়া-বিবাদের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাকে অর্থের ক্ষতি সহ্য করতে হতে পারে। এই সময়ে নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকুন। কাজে অবহেলা দীর্ঘমেয়াদে ক্ষতি করবে।


মেষ এবং কর্কট রাশির মানুষের উপর কম খারাপ প্রভাব ফেলবে। আয়ের উৎস থেকে তারা পর্যাপ্ত অর্থ পাবে, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণে থাকবে না। কাজে বাধা আসবে। বিষণ্ণতার সমস্যা থাকবে। পুরনো কোনো রোগ দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।


সূর্যগ্রহণের সময় নিরাপদ, মিথুন, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতক গ্রহের অশুভ অবস্থানের দ্বারা প্রভাবিত হবে না। এই লোকেরা চাকরি-ব্যবসায় আগের মতোই সুবিধা ভোগ করতে থাকবে। পুরনো কোনো সম্পত্তি বা সম্পত্তি পাওয়া যেতে পারে। স্বাস্থ্যের মাত্রাও ভালো যাচ্ছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বন্ধুদের কাছ থেকেও সাহায্য আসবে।


আরও পড়ুন, LIC এজেন্ট থেকে আজ ভারতের সবচেয়ে প্রবীণ ধনকুবের তিনি! সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)