প্রয়াগরাজ : দুঃস্বপ্ন । পরিবারের সদস্যরা ভুগছেন গুরুতর রোগে ! আতঙ্কিত হয়ে অবশেষে মন্দিরে রাধা-কৃষ্ণের অষ্টধাতুর মূর্তি ফিরিয়ে দিয়ে গেল চোর । চুরির সাত দিনের মধ্যেই মূর্তি ফেরত দিতে কার্যত বাধ্য হল সে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার নবাবগঞ্জ থানা এলাকায় গঙ্গা তীরবর্তী গৌঘাট আশ্রম-সংলগ্ন মন্দিরে ঘটনাটি ঘটে। অষ্টধাতুর মূর্তির ফিরিয়ে দেওয়ার পাশাপাশি একটি চিঠিও ছেড়ে গেছে ওই চোর। তা একপ্রকার 'স্বীকারোক্তি' তার। কারণ চিঠিতে সে লিখেছে, রাধা-কৃষ্ণের অষ্টধাতুর মূর্তি চুরি করার পর থেকেই সে আতঙ্কে ভুগছে। তাই মূর্তি ফিরিয়ে দিয়ে যাচ্ছে।


চিঠিতে ওই চোর...এই কাজের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে নবাবগঞ্জের ইন্সপেক্টর অনিল কুমার মিশ্র বলেন, গৌ ঘাট আশ্রম মন্দিরের মহান্ত স্বামী জয়রাম দাস মহারাজ নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর রাতে মন্দির থেকে রাধা-কৃষ্ণের অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়ে গেছিল। ভারতীয় ন্যায় সংহিতার যথাযথ ধারায় আমরা অজ্ঞাতপরিচয় চোরেদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছি।


তিনি বলেন, মঙ্গলবার সন্ধেয় আশ্রমের বাইরে এক ব্যক্তিকে একটি ব্যাগ ছেড়ে রেখে দৌড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ওভাবে বস্তা পড়ে থাকায় আতঙ্ক ছড়ায়। যখন সাহস করে তাঁরা এটা খোলেন, তাঁরা রাধা-কৃষ্ণের মূর্তিটি দেখতে পান। এরপর মন্দিরের পুরোহিতের পাশাপাশি বিষয়টি পুলিশকে জানানো হয়।


স্থানীয়রা একটি চিঠিও পান। তাতে চোর লিখেছে, 'মহারাজজি প্রণাম, আমি একটা বড় ভুল করে ফেলেছি। দেবী রাধা ও কৃষ্ণের মূর্তি অনিচ্ছাকৃতভাবে চুরি করেছিলাম। এই চুরির পর থেকেই দুঃস্বপ্ন দেখছি। ঘুমাতে, খেতে বা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারছি না। আমার বউ ও ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। কিছু টাকার জন্য আমি এটা করেছিলাম। আমি মূর্তিটি বিক্রির জন্য চুরি করেছিলাম। তাছাড়া ভয়ের স্বপ্ন দেখতে দেখতে আমি বিধ্বস্ত হয়ে গেছি। তাই আপনার 'অমূল্য সম্পদ' ফেরাচ্ছি।


দেব-দেবীর কাছেও ক্ষমা চেয়ে নিয়েছে চোর। ক্ষমা চেয়েছে পুরোহিতের কাছে। পাশাপাশি মূর্তিটি মন্দিরে স্থাপন করে নেওয়ার প্রার্থনা জানিয়েছে। 


আরও পড়ুন ; '৪৫ দিন ঘুমাইনি, ভাল করে খাইওনি', আত্মহত্যা Bajaj Finance কর্মীর; 'টার্গেট পূরণের চাপ', উল্লেখ সুইসাইড নোটে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।