বেঙ্গালুরু : সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর চতুর্থ বার কক্ষ বদল করল ভারতের প্রথম সৌরযান আদিত্য L1।  ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য এল ওয়ান। তারপর থেকে এই নিয়ে চারবার কক্ষপথ বদল হল। 


এখন কোথায় আদিত্য?


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা X প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে এখন আদিত্য এল ওয়ান রয়েছে 256 km x 121973 km অরবিটে। পৃথিবী থেকে রওনা দেওয়ার পর উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে আদিত্য। ঠিক যেমন ভাবে চন্দ্রযান ৩ বারবার কক্ষপথ পরিবর্তন করতে করতে নিজের লক্ষে এগিয়ে যাচ্ছিল, ঠিক তেমনই আদিত্যও বারবার কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে লক্ষের দিকে এগিয়ে চলেছে। 


ISRO সূত্রে জানানো হয়েছে, চতুর্থবার আদিত্য এল ওয়ানের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। এই কক্ষ-বদলের সময় পৃথিবীর বুকে মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন কেন্দ্র থেকে সৌরযানের উপর নজর রাখা হয়েছিল। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে আদিত্য L1 এর উপর নজর রাখা হয়।


এখন পৃথিবী থেকে সব থেকে কম ২৫৬ কিমি এবং সব থেকে বেশি ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিমি উপবৃত্তাকার পথে ঘুরছে মহাকাশযানটি ( new orbit attained is 256 km x 121973 km)। এরপর ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল ( Trans-Lagragean Point 1 Insertion (TL1I) )করা হবে।  






গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে Aditya-L1 সৌরযানের উৎক্ষেপণ হয়। ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকেই বলে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও বলা হয়। কারণ সেখানে কম জ্বালানি খরচ করে, মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদরি চালানো যায়। ISRO জানিয়েছে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 থেকে কোনও রকম বাধা-বিঘ্ন ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করা সম্ভব।