Aditya-L1 Launch: চাঁদের পর এবার লক্ষ্য সূর্য। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO) সোমবার ২৮ অগস্ট জানিয়েছে তাদের সোলার মিশন (Solar Mission) শুরু হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। আদিত্য এল-১ (Aditya L-1) লঞ্চ হবে ২ সেপ্টেম্বর শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। শ্রীহরিকোটার স্পেস পোর্ট থেকেই সূর্যে অভিযান চালানোর জন্য আদিত্য এল-১ মহাকাশযান লঞ্চ বা উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ইসরো। এই প্রথমবার সোলার রিসার্চ অর্থাৎ সূর্যের পর্যবেক্ষণের জন্য স্পেস অবজারেভেটরি পাঠাচ্ছে ভারত। জানা গিয়েছে, ইসরো এই মহাকাশযান তৈরি করেছে এমন ডিজাইনে যা সোলার করোনার প্রত্যন্ত অংশও নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এর পাশাপাশি সোলার অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের আবহাওয়া-পরিবেশ ভালভাবে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১ মহাকাশযান। এছাড়াও সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করাও ইসরোর সোলার মিশনের অন্যতম লক্ষ্য। এই সোলার উইন্ড মাঝে মাঝেই সমস্যা তৈরি করে পৃথিবীতে। সাধারণ মানুষের কাছে এই সোলার উইন্ড আসলে অরোরা নামে পরিচিত।






সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স' যার আগের নাম ছিল ট্যুইটার সেখানে ইসরোর তরফে জানানো হয়েছে আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হবে। সাধারণ মানুষ এই লঞ্চ ইভেন্ট দেখতেও পাবেন। তার জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় রেজিস্ট্রেশন করতে হবে তা 'এক্স' পোস্টেই জানিয়েছে ইসরো। জানা গিয়েছে, আদিত্য এল-১ অভিযানে এল-১- এর চারপাশে থাকা কক্ষপথ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে মহাকাশযান। ইসরো নির্মিত এই মহাকাশযানে রয়েছে সাতটি পেলোড। এর সাহায্যে পর্যবেক্ষণ করা হবে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের একদম বাইরের লেয়ার বা আস্তরণগুলি। একেই বলা হয় করোনা। বিভিন্ন ধরনের ওয়েভ ব্যান্ডে সজ্জিত রয়েছে এইসব করোনা আচ্ছাদন। চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে চন্দ্রযান-৩। এবার সূর্যের রহস্যভেদে পাড়ি দিচ্ছে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১। 


আরও পড়ুন- রাতের আকাশে এ কোন 'শনি'! বিরল মহাজাগতীয় ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব