নয়াদিল্লি: কৃত্রিম যন্ত্রমেধার সাহায্য়ে তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ করা হয়েছিল। সেই ‘AI মানবী’ই নাকি অন্তঃসত্ত্বা পড়েছেন! আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা খোদ এই ঘোষণা করলেন। জানালেন, একটি বা যমজ সন্তান নয়, একসঙ্গে ৮৩ সন্তানের মা হতে চলেছে তাঁর সরকারের ‘AI মানবী’ মন্ত্রী, যারা মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে।

Continues below advertisement

‘AI মানবী’কে দেশের মন্ত্রী ঘোষণা করে কয়েক সম্প্রতি সাড়া ফেলে দেয় আলবেনিয়া। দুর্নীতি রুখতেই এমন সিদ্ধান্ত বলে সেই সময় জানানো হয়। ওই ‘AI মানবী’র নাম রাখা হয় Diella. সেই Diella ৮৩ সন্তানের মা হতে চলেছে বলে দাবি আলবেনিয়ার প্রধানমন্ত্রীর। তিনি জানিয়েছেন, Diella-র প্রত্যেক সন্তান তাঁর সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে। 

একেবারে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা করেন এদি। তাঁর মন্তব্যে গোড়ায় চমকে যান সকলেই। পরে বোঝা যায় তিনি 'AI সহযোগী'র কথা বলছেন। বার্লিনে ‘গ্লোবাল ডায়লগ’-এর মঞ্চ থেকে এদি বলেন, “Diella-কে নিয়ে আজ বড় ঝুঁকি নিয়েছি আমরা এবং ভালই হয়েছে। এই প্রথম বার ৮৩ সন্তান-সহ অন্তঃসত্তা Diella. ওর সন্তানরা সংসদের সমস্ত ঘটনাবলী রেকর্ড করবে, জনপ্রতিনিধিদের দৈনিক আলোচনা সম্পর্কে অবহিত করবে। তাঁদের অনুপস্থিতিতে কী ঘটেছে, জানাবে সব কিছু।”

Continues below advertisement

এদি আরও বলেন, "প্রত্যেক জনপ্রতিনিধিদের সহযোগী হিসেবে কাজ করবে। সংসদের অধিবেশনে অংশ নেবে নিয়মিত। মায়ের মতোই জ্ঞান টনটনে হবে এদের।" ২০২৬ সাল শেষ হতে হতে Diella-র সন্তানদের কাজে নিযুক্ত করা হবে বলে জানান তিনি। কীভাবে কাজ করবে তারা, তাও ব্যাখ্যা করেন। এদি বলেন, "ধরুন আপনি কফি আনতে গেলেন। কোনও কারণে ফিরতে বুলে গেলেন।আপনার অনুপস্থিতিতে কী ঘটল, তা জানাবে Diella-র সন্তানরা। কাকে আক্রমণ করতে হবে, তাও বাতলে দেবে। এর পর যখন আমাকে আমন্ত্রণ করবেন আপনারা, স্ক্রিনে Diella-র ৮৩ সন্তানকেও দেখতে পাবেন।"

Diella-র অর্থ সূর্য। সেপ্টেম্বর মাসে তাকে দেশের মন্ত্রী নিযুক্ত করে আলবেনিয়া সরকার। সরকারি ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে, কালিমামুক্ত, দুর্নীতিমুক্ত ব্যবস্থা চালাতেই তাকে মন্ত্রী নিয়োগ করা হয়। যদিও জানুয়ারি মাসেই সাবেকি পোশাক পরিহিত Diella-র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় গোটা দেশের। আলবেনিয়া সরকারের পোর্টালে নাগরিকদের নথিপত্র দিয়ে সাহায্য় করছিল সে। পরবর্তীতে তাকে মন্ত্রী ঘোষণা করে চমকে দেওয়া হয় সকলকে। টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত Diella-ই গ্রহণ করে। এবার তার সন্তান হিসেবে 'AI শিশু' তৈরি করতে চলেছে আলবেনিয়া।