নয়াদিল্লি: একনজরে অতিবাস্তব মুহূর্ত ছাড়া অন্য কিছু মনে হবে না। কিন্তু পরমুহূর্তেই রীতিমতো চমকে উঠতে হয়। একেবারে কাছ থেকে সূর্য ও মানুষকে এক ফ্রেমে ধরে এভাবেই সাড়া ফেলে দিলেন এক জ্যোতির্বিজ্ঞানী তথা চিত্রগ্রাহক। আক্ষরিক অর্থেই ছবি তোলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন তিনি। AI-এর সাহায্য ছাড়াই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। (Viral Photo)
কিছু মুহূর্ত জীবনে একবারই আসে। অ্যারিজোনার জ্যোতির্বিজ্ঞানী তথা চিত্রগ্রাহক অ্যান্ড্রু ম্যাকার্থি-র গোটা পৃথিবীকে সেই মুহূর্তের সাক্ষী করলেন তিনি। পৃথিবীর প্রাণশক্তির ধারক ও বাহক, সূর্যের সঙ্গে মানুষকে একফ্রেমে বন্দি করলেন তিনি। আর তাতেই এক নিমেষে জাদুকর হয়ে উঠলেন। (Skydiving Through Sun)
যে ছবি পৃথিবীর সর্বত্র সাড়া ফেলে দিয়েছে, সেটি একঝলকে আসল বলে মনেই হবে না। AI দিয়ে তৈরি বা তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা মনে হতে পারে। কিন্তু কারও বানানো নয়, নিজের ক্যামেরায় অতিবাস্তব মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন অ্যান্ড্রু। কী করে এই অসাধ্যসাধন করলেন তিনি? তাও খোলসা করেছেন।
অ্যান্ড্রু জানিয়েছেন, রীতিমতো অঙ্ক কষে, পরিকল্পনা করে এগোতে হয়েছে তাঁকে। মরুভূমিতে স্পেশালাইজ়ড টেলিস্কোপ বসিয়ে রেখেছিলেন, যাতে সূর্যকে হাইড্রোজেন আলফা আলোয় ধরতে পারেন। এতে সূর্যপৃষ্ঠের আসল রূপ স্পষ্ট হয়ে ধরা দেয়। অন্য দিকে, নিজের বন্ধু গেব্রিয়েল ব্রাউনকে স্কাইডাইভিংয়ে পাঠান তিনি।
গেব্রিয়েল নিজে ইউটিউবার, পাশাপাশি, স্কাইডাইভিংয়ের নেশা রয়েছে। অ্যান্ড্রুর পরিকল্পনায় শামিল হতে সময় লাগেনি তাঁর। হালকা ওজনের একটি বিমান নিয়ে আকাশে ওড়েন। তার পর নির্দিষ্ট উচ্চতায় গিয়ে পজিশন নেন। নীচ থেকে অ্যান্ড্রু তাঁকে লাফ দিতে বলেন শূন্যে। সেই মতো লাফ দেন গেব্রিয়েল। একেবারে নিখুঁত ভাবে সেই মুহূর্ত ফ্রেমবন্দি করেন অ্যান্ড্রু, যাতে ‘আগ্নেয় কুসমু’রূপী সূর্যের সামনে কার্যত ভেসে থাকেত দেখা যায় গেব্রিয়েলকে।
ছবি দেখে যদি নকল মনে হয়, তার জন্য ভিডিও ফুটেজও তুলে ধরেছেন অ্যান্ড্রু, যাতে বিমান থেকে গেব্রিয়েলকে লাফিয়ে পড়তে দেখা গিয়েছে। এত নিখুঁত ছবি তুলেছেন অ্যান্ড্রু যে সূর্যপৃষ্ঠের চালচিত্র পরিষ্কার ফুটে উঠেছে। লেলিহান সৌরশিখা, তার ফুটন্ত রূপ ধরা পড়েছে ফ্রেমে।
ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। অ্যান্ড্রুর কথায়, “এই বোধহয় প্রথম এমন ছবি তোলা হল।” ব্যতিক্রমী ফোটোগ্রাফার হিসেবেই পরিচিত অ্যান্ড্রু। মহাজগতের ছবি তোলায় বেশ হাতযশও রয়েছে তাঁর। এর আগে, সৌরশিখা এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছবি তুলে সাড়া ফেলে দিয়েছিলেন।