হাত বাড়ালেই চাঁদের বাড়ি। আরও এক পা এগিয়ে গেল চন্দ্রযান - ৩ (Chandrayaan-3 )। X প্ল্যাটফর্মে পোস্ট করে জানাল ইসরো।   আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে করে ফেলল চন্দ্রযান-৩।



ইসরোর দেওয়া তথ্য অনুসারে এখন চন্দ্রযান - ৩ ১৫০ কিমি X ১৭৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। চাঁদের চারপাশে ওই কক্ষপথে ঘুরছে চন্দ্রযান - ৩। আবার কক্ষপথ পরিবর্তনের দিন ১৬ অগাস্ট। ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় ফের কক্ষপথ বদলাবে চন্দ্রযান। এরপর আরও দুই কক্ষপথ পেরিয়ে চাঁদের বাড়ি পৌঁছে যাবে সে। X  করে জানালো ইসরো। হিসেবমতো আর মাত্র ১৭৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান - কে। তারপরই লক্ষ্য।  


গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস  সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ পার করেছে সে। ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান। যেকোনও স্পেসফ্লাইট বা মহাকাশযানের ক্ষেত্রে অরবিটাল ম্যান্যুভার বলতে বোঝায় ওই মহাকাশযানের অরবিট বা কক্ষপথ পরিবর্তনের জন্য প্রপালশন সিস্টেমের ব্যবহার। চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে এই অরবিট রিডাকশন ম্যান্যুভার বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গিয়ে, বলা ভাল কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।


আগামী ১৭ অগাস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম । বিকেল ৫টা ৪৭ মিনিটে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। এর আগে ২ বার ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রাভিযান। তাই এবার বাড়তি সতর্ক মহাকাশ গবেষণা কেন্দ্র।     


ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো। তার জন্য অবতরণের আগে ল্যান্ডিং সাইটে ছবি তুলে সেফ জোন বাছবেন ইসরোর বিজ্ঞানীরা। এমন এলাকা বাছা হবে, যেখানে অবতরণের ঝুঁকি সবচেয়ে কম।