Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান', সঠিকভাবে কাজ করছে সব পেলোড

ISRO Lunar Mission: চাঁদের বুকে চাকা গড়িয়েছে রোভার প্রজ্ঞানের। কাজও শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত।

Continues below advertisement

Chandrayaan 3: চন্দ্রযান ৩- এর অভিযানের (Chandrayaan 3 Mission) তিনটি মূল লক্ষ্য ছিল। তার মধ্যে ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর (Moon South Pole) কাছে সফট ল্যান্ডিং (Soft Landing) সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে রোভার প্রজ্ঞানের (Rover Pragyan) চন্দ্রপৃষ্ঠে চাকা গড়ানোর বিষয়টিও সফলভাবেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে, সমস্ত পেলোড সঠিকভাবে কাজ করছে। যাবতীয় বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালু রয়েছে। ২৬ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টার সময় ইসরোর তরফে সোশ্যাল মিডিয়া মাধ্যমে 'এক্স'- এ এই বার্তা দেওয়া হয়েছে। গত ২৩ অগস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রম। তার ঘণ্টা তিনেক পরে ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পরমুহূর্ত থেকেই যাবতীয় খুঁটিনাটি বিবরণ সাধারণ মানুষের জন্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে 'এক্স'- এ শেয়ার করছে ইসরো কর্তৃপক্ষ। 

Continues below advertisement

 

২৬ অগস্টই 'এক্স' মাধ্যমে চন্দ্রযান ৩- এর রোভার প্রজ্ঞানের আরও একটি আপডেট শেয়ার করেছিল ইসরো। সেখানে বলা হয়েছে, চন্দ্রপৃষ্ঠের যে অংশে ল্যান্ডার 'বিক্রম' (Lander Vikram) অবতরণ করেছে তাকে বলা হচ্ছে 'শিব শক্তি পয়েন্ট'। সেখানেই ঘুরে বেড়াচ্ছে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের দক্ষিণ মেরুতে কী কী খনিজ ভাণ্ডার রয়েছে, কোন রহস্যে আবৃত রয়েছে চাঁদের দক্ষিণ মেরু, তারই খোঁজ করতে চলেছে রোভার 'প্রজ্ঞান'। 

 

চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের। অর্থাৎ চন্দ্রযান ৩ এর প্রাথমিক পর্যায়ের অভিযান সফল হয়েছে। ইতিমধ্যেই চাঁদের বুকে চাকা গড়িয়েছে রোভার প্রজ্ঞানের। কাজও শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য এবং রহস্যে মোড়া দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাকা করে নিয়েছে ভারত। দু'বার অভিযানে ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের মাটিতে পৌঁছেছে ইসরোর চন্দ্রযান ৩। 

আরও পড়ুন- অক্টোবরেই ট্রায়াল ‘গগনযানে’র, যন্ত্রমানবী ‘ব্যোমমিত্রা’ পৌঁছবে আগে, ২০২৫-এ মহাকাশে মানুষ পাঠাবে ISRO 

Continues below advertisement
Sponsored Links by Taboola