নয়া দিল্লি: চাঁদের বুকে সফলভাবে কাজ এগোচ্ছে চন্দ্রযানের (Chandrayaan)। যদিও আপাতত 'বিশ্রাম' নিচ্ছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। যদিও 'চোখ খোলা' রয়েছে তাঁদের। এবার বিক্রমের একটি থ্রি-ডি ছবি পাঠালো প্রজ্ঞান। যদিও এই ছবির বিজ্ঞানসম্মত নাম- অ্যানগ্লাইফ বা অ্যানাগলিফ।                                                                                         

  


এই ছবিগুলি মূলত দ্বি-মাত্রিক ইমেজ দিয়ে তৈরি হয়। যা বিশেষ লেন্সের মাধ্যমে দেখা হলে তিন-মাত্রিক প্রভাব (3D Effect) তৈরি করে। ১৮৯১ সালে Luis Ducos du hunon এর নামে এর পেটেন্ট ছিল। Anaglyph চিত্র দুটি স্তর রঙ দিয়ে তৈরি হয়। এটি মূলত superimposed, কিন্তু সামান্য গভীর প্রভাব উত্পাদন হয়। সাধারণত এই ছবিতে প্রধান বস্তু কেন্দ্রে থাকে। পার্শ্ববর্তী বস্তু এবং পটভূমি বিপরীত দিকের দিক থেকে সরানো হয়। প্রতিটি চোখের জন্য একরকম হলেও, যখন Anaglyph চশমার মাধ্যমে দেখা হয় তখন একটি ত্রিমাত্রিক ইমেজ দেখা যায়। 


ইসরোর তরফে একটি ট্যুইটে বলা হয়েছে, এই অ্যানাগলিফ ছবিটি মূলত NavCam Stereo Image ব্যবহার করে তোলা হয়েছে। প্রজ্ঞান রোভারে রয়েছে এই ক্যামেরাটি। যার মাধ্যমে বাঁ দিক এবং ডান দিক করে ছবি তোলা যায়। এই  3-channel image এর বাঁ-দিকে রয়েছে রেড চ্যানেল, ডান দিকে রয়েছে নীল এবং সবুজ রঙের ইমেজ। সবগুলিকে এক করে একটি স্টিরিও ইমেজ তৈরি করা হয়েছে। যেটা থ্রি ডি এফেক্ট দিচ্ছে।                                         






সোশাল মিডিয়া পোস্টে ইসরো জানিয়েছে, রেড এবং Cyan glasses পরে দেখলে বিক্রমকে থ্রি ডি ভাবে দেখতে পাওয়া যাবে।