Chandrayaan 3 Landing: ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে (Moon South Pole) সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram)। চন্দ্রযান ৩- (Chandrayaan 3) এর এই অভিযান লাইভ দেখানো হচ্ছিল ইসরোর (ISRO) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (YouTube Chanel)। আর সেখানেই ভেঙে গিয়েছে সব রেকর্ড। স্পেনের স্ট্রিমার Ibai - এর ৩.৪ মিলিয়ন ভিউয়ারের (একই সময় দেখার) বিশ্ব রেকর্ড ছিল। ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণ (Soft Landing) একই সময়ে দেখেছেন ৭ মিলিয়নের বেশি মানুষ। সফলভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার 'বিক্রম'। উচ্ছ্বসিত গোটা দেশ। খুশি সকলেই। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবন বলেছেন, "আমরা খুবই উত্তেজিত। এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি খুবই খুশি।"
চাঁদের দেশে ভারত। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর অগম্য স্থান ছুঁয়েছে ভারতের চন্দ্রযান ৩। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে অবতরণ করেছে ল্যান্ডার 'বিক্রম'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে এই ল্যান্ডার। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। জানা গিয়েছে, আর ঘণ্টা দুয়েকের মধ্যেই কাজ শুরু করবে রোভার 'প্রজ্ঞান'। চন্দ্রযান ৩ - এর এই সফল অভিযানের জন্য ইসরোর গোটা টিমকে অভিবাদন জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। ল্যান্ডার বিক্রমের অবতরণ প্রক্রিয়ার সময় দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছিল চন্দ্রযান ৩। ইসরোর (ISRO Moon Mission) নিখুঁত অঙ্কে মাপা দীর্ঘ পথ অতিক্রম করেছে এতদিনে। একাধিক জটিল ম্যানুভার ধাপে ধাপে পেরিয়েছে। সফল হয়েছে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও। সফট ল্যান্ডিং সফল হওয়ায় মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ভারত চার নম্বর দেশ হল। চাঁদের দক্ষিণ মেরু ভূপ্রকৃতিগত ভাবে অত্যন্ত দুর্গম। বিশাল আকৃতির পাহাড় এবং গভীর ক্রেটার রয়েছে সেখানে। ওই এলাকা আঁধারে ডুবে থাকে। এতগুলো বাধা পেরিয়ে সেখানে সফলভাবে সফট ল্যান্ডিং (Chandrayaan 3 Moon Landing) করে ইতিহাস তৈরি করেছে ভারত (Chandrayaan 3 Landing on Moon)।
আরও পড়ুন- ইতিহাস তৈরি ভারতের! চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন