Chandrayaan 3 Landing LIVE: চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ

Chandrayaan 3 Landing Live Updates: চন্দ্রপৃষ্ঠে আজ অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশযানের। ভারতের দিকে নজর গোটা বিশ্বের।

ABP Ananda Last Updated: 23 Aug 2023 11:27 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ইতিহাস গড়ার পথে ভারত। আজ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। উপগ্রহের বুকে এই নিয়ে তৃতীয় অভিযান ভারতের, যাকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, বুধবার...More

ISRO News: চন্দ্রযান ৩ - এর সাফল্যে ভারতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের

চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩। প্রথমে ল্যান্ডার বিক্রম তারপর রোভার প্রজ্ঞান, দু'ক্ষেত্রেই সফল অবতরণ হয়েছে। আর সেই প্রসঙ্গেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।