Chandrayaan 3 Landing LIVE: চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ
Chandrayaan 3 Landing Live Updates: চন্দ্রপৃষ্ঠে আজ অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশযানের। ভারতের দিকে নজর গোটা বিশ্বের।
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩। প্রথমে ল্যান্ডার বিক্রম তারপর রোভার প্রজ্ঞান, দু'ক্ষেত্রেই সফল অবতরণ হয়েছে। আর সেই প্রসঙ্গেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রজ্ঞান রোভারের চাকায় রয়েছে অশোর স্তম্ভের প্রতীক। চাঁদের মাটিতে পথচলা শুরু করতেই সেখানে ছাপ পড়ছে অশোক স্তম্ভের। বুধবার থেকেই শুরু হল চন্দ্রদিন। অর্থাৎ চাঁদের দিন। ওই সময় চাঁদের ওই প্রান্তে পড়বে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন যা চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩।
চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ
এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে বিক্রম। ঘণ্টাদুয়েক পরে চাঁদের মাটিতে নামবে রোভার।
চাঁদের মাটি ছোঁয়ার পর ISRO-র দফতরের সঙ্গে সংযোগ স্থাপন ল্যান্ডার বিক্রমের। অধোগমনের সময় তোলা ছবিও পাঠাল সে। প্রকাশ করল ISRO. খানাখন্দে ভরা ধূসর চন্দ্রপৃষ্ঠের ঝলক পাওয়া গিয়েছে তাতে।
ভারতের চন্দ্রজয়ের পরই জোহানেসবার্গ থেকে ইসরোর চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন নরেন্দ্র মোদি।
সারা দেশে শুরু উদযাপন। চন্দ্রযান ৩ -এর সফল ল্যান্ডিং ঘিরে উৎসবের আমেজ।
চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩। চন্দ্রপৃষ্ঠে অবতরণ ল্যান্ডার 'বিক্রমে'র। ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, 'বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে ভারত কতটা এগিয়েছে, হাতেকলমে প্রমাণ দিলেন আমাদের বিজ্ঞানীরা। মহাকাশের সুপার লিগে নাম উঠল ভারতের।'
'আজ এই উচ্চতায় পৌঁছনোর জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছে ISRO, তার জন্য গোটা টিমকে অভিনন্দন। পালকের মতো চাঁদের দুর্গম দক্ষিণ মেরু যে ছুঁতে পারল চন্দ্রযান-৩, তা দশকের পর দশক ধরে আপনাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তির জন্যই সম্ভব হয়েছে,' লিখলেন রাহুল গাঁধী।
নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪ মিনিটে চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত।
সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'।
'চাঁদমামা অনেক দূরে থাকেন বলা হতো। একদিন আসবে, যেদিন শিশুরাও বলবেন, একছুটে ঘুরে আসা যায়,' দক্ষিণ আফ্রিকা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে বিক্রম। ঘণ্টাদুয়েক পরে চাঁদের মাটিতে নামবে রোভার।
চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'
চাঁদের বুকে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের। চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী চতুর্থ দেশ।
চাঁদের আরও কাছাকাছি ল্যান্ডার বিক্রম। ধীরে ধীরে কমানো হচ্ছে গতি। স্বয়ংক্রিয় পদ্ধতিতেই চাঁদের নামছে চন্দ্রযানট-৩।
অধোগমন প্রক্রিয়া শুরু। চাঁদের মাটির দিকে এগোচ্ছে ল্যান্ডার বিক্রম। কমানো হচ্ছে গতি।
চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। বেঙ্গালুরুতে ISRO-র মিশন কন্ট্রোল কমপ্লেক্সে চূড়ান্ত তৎপরতা। চাঁদের বুকে পালকের মতো চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানোই লক্ষ্য। MOX-তে উপস্থিতি ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ।
ইতিহাসে নাম লেখাতে চলেছি আমরা। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়। অনেক কিছু শিখেছি গত কয়েক বছরে। যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে ISRO. চাঁদের বুকে সফ্ট ল্য়ান্ডিংয়ে সমস্যা হওয়ার কথা নয়, বললেন বিজ্ঞানী সত্যনারায়ণ।
"ভারতীয় হিসেবে গর্ব বোধ করছি। সবরকম ভাবে দেশের পাশে আছি," ঐতিহাসিক সন্ধিক্ষণের আগে বললেন বলিউড তারকা রিতেশ দেশমুখ এবং জেনিলিয়া ডিসুজা।
ঐতিহাসিক মুহূর্তে পা রাখার অপেক্ষা। চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩। জম্মু ও কাশ্মীরের হজরতবল দরগায় চলছে প্রার্থনা। মঙ্গলকামনায় ভিড় নমাজ পড়তে।
চাঁদের বুকে নামতে চলেছে চন্দ্রযান-৩। তার আগে মঙ্গলকামনা চলছে মন্দির-মসজিদে। দিল্লির গুরুদ্বারে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরি। চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণের আগে প্রার্থনা সারলেন।
এখনও পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে। নিরাপদেই চাঁদের অবতরণ করবে চন্দ্রযান-৩। ইতিহাস গড়ার পথে ভারত, বললেন ISRO-র প্রাক্তন বিজ্ঞানী এম আনন্দুরাই।
স্বয়ংক্রিয় অবতরণের সব প্রস্তুতি সারা। বিকেল ৫টা বেজে ৪৪ মিনিটে ল্যান্ডারের সঠিক অবস্থানে এসে পৌঁছনোর অপেক্ষা। বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে দেখা যাবে সরাসরি, জানাল ISRO.
প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত। চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। গোটা দেশ সেই মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। তিনি প্রতি মুহূর্তে বিজ্ঞানীদের উৎসাহিত করে এসেছেন, বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
চন্দ্রযান-৩ নামবে চাঁদের বুকে। প্রস্তুতি তুঙ্গে নেহরু সায়েন্স সেন্টারেও। 3D মডেল তৈরি করা হচ্ছে চাঁদের। সরাসরি সম্প্রচারিত হবে অবতরণ।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: ইতিহাস গড়ার পথে ভারত। আজ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। উপগ্রহের বুকে এই নিয়ে তৃতীয় অভিযান ভারতের, যাকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, বুধবার বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামানোর প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। (Chandrayaan 3 Landing LIVE)
শূন্য় থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে। ISRO জানিয়েছে, গোটা বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)
চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন ২৫ কিলোমিটার হবে, সেই সময়ই চন্দ্রযানকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে শূন্যে অনুভূমিক ভাবে অবস্থান করছে চন্দ্রযান-৩। অবতরণের সময় অবস্থান হবে উল্লম্ব। উল্লম্ব ভাবে অবতরণ করালেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানো সম্ভব চন্দ্রযান-৩ মহাকাশযানকে। (Chandrayaan 3 Landing Live Updates)
চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় মহাকাশযানের গতি শ্লথ রাখা হবে। প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে নামানো হবে নীচের দিকে, ঘণ্টার হিসেবে যা ৬০৪৮ কিলোমিটার। মহাজগতের নিরিখে এই গতি শ্লথ হলেও, পৃথিবীতে বিমানের গতির তুলনায় অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের গতি প্রায় ১০ গুণ বেশি থাকবে।
চন্দ্রপৃষ্ঠের সঙ্গে দূরত্ব যত কমবে, ততই গতি কমিয়ে আনা হবে ল্যান্ডার 'বিক্রমে'র। বিজ্ঞানের ভাষা এই পর্যায়কে বলা হয় 'রাফ ব্রেকিং'। অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের এই 'রাফ ব্রেকিং'-এর জন্য ১১ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এর পর শুরু হবে 'ফাইন ব্রেকিং' পর্যায়, ঠিক যে পর্যায়ে চন্দ্রযান-২ মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা।
দূরত্ব কমে যখন ১৫০ মিটারে পৌঁছবে, চন্দ্রপৃষ্ঠের ছবি তুলবে, যা দেখে অবতরণের উপযুক্ত জায়গা বেছে নেওয়া হবে। তাতে বসানো সেন্সর চন্দ্রভূমির স্পর্শ পেলে, ল্যান্ডারের চারটি পা যখন মাটি ছোঁবে, ইঞ্জিন বন্ধ করে দেবেন বিজ্ঞানীরা। চাদের মাটিকে বলা হয় রেগোলিথ। অবতরণের পর ওই মাটি থিতিয়ে আসার জন্য অপেক্ষা করা হবে। এর পর ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর নিজ নিজ জায়গায় থিতু হয়ে, সবার আগে পরস্পরের সেলফি তুলবে 'বিক্রম' এবং 'প্রজ্ঞান'। মুহূর্তের মধ্যেই তা হাতে এসে পৌঁছবে ISRO-র বিজ্ঞানীদের।
ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান' চাঁদের বুকে এক চন্দ্রদিবস অতিবাহিত করবে, পৃথিবীর হিসেবে যা ১৪ দিন। সব ঠিক থাকলে, চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -