পাসাডেনা: চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3) সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে (ISRO) ট্য়ুইটারে অভিনন্দন জানাল নাসা (NASA)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্রধান, বিল নেলসন (Bill Nelson) ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের জন্য় অভিনন্দন, চাঁদ পর্যন্ত যাত্রা যেন নিরাপদে হয়। নাসার laser retroreflector array-সহ অভিযানের বিভিন্ন পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় রয়েছি। আর্তেমিস চুক্তিতে ভারত ইতিমধ্যেই নেতৃত্ব দিতে শুরু করেছে।'



চন্দ্রযান ৩ সম্পর্কে...
উৎসাহ, উচ্ছ্বাসের আশঙ্কার কয়েক মুহূর্ত। প্রথমে একে একে কাউন্টডাউন। তারপর রকেটের গতিতে চাঁদের উদ্দেশে যাত্রা। ভারতের মহাকাশ বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষায় এক গুরুত্বপূর্ণ দিন ছিল শুক্রবার। প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাতের মুঠোর চাঁদকে পেতে উড়ে গেল চন্দ্রযান ৩ (Chandrayan 3)। শ্রীহরিকোটা থেকে সফল উড়ান ধরার কয়েক মুহূর্ত পরেই পৃথিবীর পাশের অর্বিটে সফলভাবে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। এবার শুরু হবে চাঁদের পথে পাড়ি। আর সফলভাবে চন্দ্রযান ৩-র উড়ান-র পরই ইসরোর প্রধান এস সোমনাথের বার্তা, 'অভিনন্দন ভারত।' লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত চন্দ্রযান ৩ চাঁদের ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১। চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। কিন্তু চন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। যদিও সেই অভিযানে একটি বড় অংশ ব্যর্থ হয়েছিল কারণ, চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার অসফল হয়েছিল। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩।  


আরও পড়ুন:লোকসভায় আসন বাড়ানোই লক্ষ্য, শাহি-সাক্ষাতের পর বললেন সুকান্ত, অগাস্টে বাংলা সফরে শাহ