কলকাতা: 'হ্য়ালো মর্ত্যবাসী, আমি 'রোভার' প্রজ্ঞান। আশা করি, আপনারা ভালো আছেন। আপাতত এটুকু জানাতে চাই, চাঁদের রহস্যভেদ করতে কাজ করে যাচ্ছি।' বার্তা থেকেই স্পষ্ট প্রেরকের নাম-পরিচয়। চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) রোভারের (Rover Pragyan Message) এই বার্তা আজ, মঙ্গলবার সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরো (ISRO) । তার পর থেকেই হু হু করে 'ভিউজ' আর 'রিপোস্ট'-এর বন্যা তাতে। 


খানাখন্দ পেরিয়ে...
চাঁদমামা যে মোটেও গল্পকথার মতো শান্ত-সুন্দর নয়, বরং তার সারা শরীর খানাখন্দে ভরা সেটা মোটামুটি অনেকেই জানেন। ফলে প্রজ্ঞান-এর কাজ সহজ নয়। পথে একাধিক ছোট-মাঝারি-বড়, হরেক মাপের গর্ত (ক্রেটার) পড়তে পারে। পড়েছেও। তবে সে সুন্দর ভাবে পাশ কাটিয়ে গিয়েছে। ইসরো জানায়, একেবারে বহাল তবিয়তে রয়েছে প্রজ্ঞান। এবার তার 'মুখ'-এর কথা শুনলেন বিশ্বের মানুষ। কিন্তু যে ল্যান্ডারের সঙ্গে এতটা পথ পেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে সে পৌঁছল, তার কথা? প্রজ্ঞান ভোলেনি। তার কথায়, 'আমি আর আমার বন্ধু, ল্যান্ডার বিক্রমের মধ্যে ভালো যোগাযোগ রয়েছে। দু'জনেরই স্বাস্থ্য ভাল। সেরা অভিজ্ঞতা এখনও বাকি... '।






তাদের মতো, সেরা অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছে গোটা ভারত তথা বিশ্ব। আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিং নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল মহাকাশবিজ্ঞানীদের মনে। তাঁরা জানতেন, এই অভিযানের বহু ধাপ অত্যন্ত ক্রিটিক্যাল। একচুল এদিক-ওদিক মানে চন্দ্রযান-২-এর পুনরাবৃত্তি ঘটতে পারে। তবে আশার আলো জ্বালিয়ে এবার একেবারে নিখুঁত সফট ল্যান্ডিং করে ল্যান্ডার বিক্রম। সেই দুরন্ত মুহূর্তের সাক্ষী ছিল ভারত তথা গোটা বিশ্ব। তার পর, ঠিক প্রত্যাশা মতো বেরিয়ে আসে রোভার। অভিযানের পরের পর্বের দায়িত্ব এবার তার। গত কাল, সোমবারই ইসরোর তরফে রোভারের 'মুন ওয়াক'-এর বিবরণ দেওয়া হয়েছিল। জানানো হয়, চন্দ্রপৃষ্ঠে চারণের সময় একটি চার মিটার ব্যাসের বড় গর্ত দেখতে পেয়েছিল প্রজ্ঞান। এই গর্তের অবশ্য কাছাকাছি যায়নি সে। ৩ মিটার দূর থেকেই  নজরে এসেছিল ওই সুবিশাল ক্রেটার। এরপরই অন্য পথে যাত্রা শুরু করে প্রজ্ঞান। ইসরো তখনই জানায়, একদম সুরক্ষিত রয়েছে রোভার। আপাতত নতুন পথে তার যাত্রা শুরু হয়েছে। 
এবার বার্তা দিয়ে নিজের হাল-হকিকত জানাল সে। সঙ্গে জানাল ল্যান্ডার বিক্রমের সঙ্গে বন্ধুত্বের 'স্টেটাস'-ও। বাকিটা? ধৈর্য্য ধরতেই হবে।


আরও পড়ুন:নিরাপত্তারক্ষীকে বেঁধে গয়না নিয়ে চম্পট, ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি