Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface) সফলভাবে নেমেছিল রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। তারপর যেমন ভাবা হয়েছিল তেমনভাবেই এগিয়েছিল রোভারের চাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ রোভার 'প্রজ্ঞান'- এর কাজকর্ম সম্পর্কে নতুন বার্তা দিয়েছে ইসরো (ISRO)। তারা জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে 'মুন ওয়াক' করার সময় একটি চার মিটার ব্যাসের বড় গর্ত দেখতে পেয়েছিল রোভার। এই গর্তের অবশ্য কাছাকাছি যায়নি 'প্রজ্ঞান'। ৩ মিটার দূর থেকে রোভার 'প্রজ্ঞান'- এর নজরে এসেছিল ওই সুবিশাল ক্র্যাটার। এরপর অন্য পথে যাত্রা শুরু করেছে রোভার। ইসরো জানিয়েছে, একদম সুরক্ষিত রয়েছে 'প্রজ্ঞান'। আপাতত নতুন পথে তার যাত্রা শুরু হয়েছে। ২৮ অগস্ট সোমবার বিকেল ৪টে ৩৬ মিনিটে 'এক্স' মাধ্যমে পোস্ট করে এই বার্তা দিয়েছে ইসরো। গতকাল অর্থাৎ ২৭ অগস্ট নিজের যাত্রাপথে এই গর্ত বা ক্র্যাটার দেখতে পেয়েছিল রোভার 'প্রজ্ঞান'।
'এক্স' মাধ্যমে ইসরোর পোস্ট
ইসরো নির্মিত রোভার 'প্রজ্ঞান'- এ রয়েছে ছয়টি চাকা। সোলার পাওয়ার অর্থাৎ সৌরশক্তিতে চলবে এই রোভার। আপাতত চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর এমন একটি অঞ্চলে রোভার 'প্রজ্ঞান' সফর করছে সেখানকার কোনও ম্যাপ আগে থেকে তৈরি ছিল না। এখান থেকেই ছবি তুলে পাঠাবে 'প্রজ্ঞান'। এছাড়াও পাঠাবে বিজ্ঞানিভিত্তিক তথ্য অর্থাৎ ডেটা। দু'সপ্তাহ চাঁদের বুকে অভিযান চালাবে রোভার 'প্রজ্ঞান'। ২৩ অগস্ট চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার 'বিক্রম' অবতরণ করেছে। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছে রোভার 'প্রজ্ঞান'। আজ ২৮ অগস্ট। বাকি রয়েছে মাত্র ১০ দিন। তারপরেই পূর্ণ হবে এক চন্দ্রদিন যা পৃথিবীর নিরিখে ১৪ দিনের সমান। হাতে সময় কম, অথচ কাজ অনেক। তবে এর মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে যতটা বেশি সম্ভব পথে সফর করতে চাইছে রোভার 'প্রজ্ঞান'। বিভিন্ন পেলোডের মাধ্যমে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে চাইছে। শুধু রোভার 'প্রজ্ঞান' নয় চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর রহস্য উন্মোচনে নেমেছে ল্যান্ডার 'বিক্রম'- ও। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছিল ল্যান্ডার'বিক্রম'। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফলভাবে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও বিশ্বের চতুর্থ স্থান অধিকার করেছে ভারত।
আরও পড়ুন- এবার লক্ষ্য সূর্য, সপ্তাহ শেষেই পাড়ি দেবে আদিত্য এল-১, জানাল ইসরো