নয়াদিল্লি: নিরাপত্তা সংক্রান্ত যথেষ্ট ব্যবস্থাপনা ছাড়াই রকেট উৎক্ষেপণের অভিযোগ আগেও উঠেছে।  আবারও চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। কারণ তাদের উৎক্ষেপণ করা রকেটের কিছু অংশ ভেঙে পড়ল লোকালয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও সামনে এসেছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। (Long March Rocket Crash)

গত ২৩ জানুয়ারি Long March 3B রকেট উৎক্ষেপণ করে চিন। সেটি একটি স্যাটেলাইট রকেট, যার মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশন্স, রেডিও, টেলিভিশন এবং ডেটা ট্রান্সমিশন পরিষেবাকে আরও উন্নত করে তুলতে চায় বেজিং। উৎক্ষেপণের পর রকেটটি মহাকাশে পৌঁছে গেলেও, তার কিছুটা অংশ লোকালয়ে ভেঙে পড়েছে। (China Rocket Crash)

বৃহস্পতিবার Long March সিরিজের ৫৫৮তম অভিযানের আওতায় রকেটটির উৎক্ষেপণ করে চিন। কিন্তু উৎক্ষেপণের পর মাঝ আকাশ থেকে রকেটের কিছুটা অংশ ভেঙে পড়ে গুইঝৌয়ের ঝেংইয়ুয়ান কাউন্টিতে। মাটিতে আছড়ে পড়ার আগে তীব্র শব্দে বিস্ফোরণও ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন লোকজন। 

ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, লোকালয়ের মধ্যে সিমেন্টে বাঁধানো একটি জায়গায় গাড়ি দাঁড় করানো রয়েছে। কিছু মানুষজনও রয়েছেন সেখানে। গাড়িটির সবচেয়ে কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুগলকে। আচমকা তীব্র শব্দ শোনা যায়, আলোকিত হয়ে ওঠে চারিদিকে। 

প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি ওই যুগল। কিন্তু আকাশের দিকে তাকাতেই হাড় হিম হয়ে আসে তাঁদের। বিদ্যুতের মতো আলোর স্ফূলিঙ্গ ধেয়ে আসে। এর পর ছোট ছোট টুকরো ছড়িয়ে পড়ে চারিদিকে। ওই যুগল চিৎকার করে ওঠেন। ছোট শিশুকে নিয়ে ছোটেন অন্য দিকে। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, রকেটের নীচের অংশ ভেঙে পড়ে।

চিনে এমন ঘটনা এই প্রথম নয়। Long March সিরিজের রকেট উৎক্ষেপণে আগেও এমন ঘটনা ঘটেছে একাধিক বার। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসেও Long March সিরিজের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে গুয়াংশি এলাকায়। তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুন মাসে Long March 2-C রকেটের একটি অংশ বসতি এলাকার কাছে ভেঙে পড়ে। পর পর এমন ঘটনায় রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে চিন আদৌ নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠছে।