Full Moon July 2023: ২০২৩ সালের প্রথম সুপার মুনের (Supermoon) সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। জানা গিয়েছে, এবছর মোট চারটি সুপার মুন দেখা যাবে। তার মধ্যে প্রথমটি দেখা যেতে চলেছে ৩ জুলাই সোমবার সন্ধ্যায়। আকাশে তাকিয়ে তারা গোনা, বিভিন্ন মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকা অনেকেরই শখ। তাঁদের জন্য আজকের দিনটি সত্যিই স্পেশ্যাল হতে চলেছে। কারণ আজকের সুপার মুন হতে চলেছে অন্যান্য দিনের তুলনায় উজ্জ্বল। অর্থাৎ চাঁদ আজ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি উজ্জ্বল, ঝকঝকে এবং পরিষ্কার ভাবে দেখা যাবে। শুধু উজ্জ্বলই নয় আজকের সুপার মুন ইভেন্টে অন্যান্য দিনের তুলনায় ৭ শতাংশ বড় আকারে দেখা যাবে চাঁদ। সামার সিজনের প্রথম সুপার মুন বা ফুল মুন অর্থাৎ পূর্ণিমায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে ২২৪৮৯৫.৪ মাইল (৩৬১৯৩৪ কিলোমিটার), এমনটাই জানিয়েছে The Old Farmer's Alamanac।
জ্যোতির্বিজ্ঞানীদের কথা অনুসারে, ২০২৩ সাল অর্থাৎ এবছর যে চারটি সুপার মুন দেখা যাবে তার মধ্যে জুলাই মাসের এই সুপার মুনই সবচেয়ে উজ্জ্বল হতে চলেছে। রাতের আকাশ জুড়ে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। এবছর বাকি যে তিনটি ফুল মুন বা সুপার মুন দেখা যাবে তার কোনওটিই এত উজ্জ্বল হবে না। ভারতে ইতিমধ্যেই এই ফুল মুন বা সুপার মুন সর্বোচ্চ পর্যায়ে দেখা গিয়েছে। ৩ জুলাই বিকেল ৫টা ৮মিনিটে দিল্লি থেকে এই মহাজাগতিক মুহূর্ত দেখা গিয়েছে। মাত্র কয়েক মিনিটের জন্যই স্থায়ী হয়েছিল এই সুপার মুন। জানা গিয়েছে, পূর্ণিমা তিথির একদিন আগে এবং একদিন পরে পর্যন্ত এই উজ্জ্বল চাঁদ আকাশে দেখা যাবে।
কেন দেখা যায় এই ফুল মুন
যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী থাকে তখন দেখা যায় ফুল মুন। কয়েক মুহূর্তেই জন্যই দেখা যায় ফুল মুন।
জুলাই মাসের এই ফুল মুন বা সুপার মুনের রয়েছে আরও একটি নাম Buck Moon
সুপার মুনের এমন অদ্ভুত না হওয়ার পিছনে রয়েছে এক আজব গল্প। Time and Date ওয়েবসাইট অনুসারে পুরুষ হরিণ বা Buck- এর কপাল থেকে এই সময় নাকি বের হয় শিং। আর সেই কারণেই জুলাই মাসের সুপার মুন বা ফুল মুনকে বলা হয় Buck Moon। এছাড়াও এই চাঁদকে Thunder Moon, Hay Moon, Wyrt Moon- এইসব নামও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'