কলকাতা: ২ মাসের উপর হয়ে গিয়েছিল। অত বড় প্রান্তরে কোথায় গিয়েছিল সে, কিছুতেই খোঁজ মিলছিল না। হন্যে হয়ে তাকে খুঁজছিলেন বিজ্ঞানীরা। কোনও সাড়াশব্দ না পেয়ে হয়তো মনে করেছিলেন লালগ্রহের বুকে হারিয়ে গিয়েছে সে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে এল সে। ২ মাসেরও বেশি সময় একেবারে চুপ থাকার পর ফের খোঁজ পাওয়া গিয়েছে  intrepid Ingenuity Mars Helicopter -এর। এখনও পর্যন্ত থা তথ্য় পাওয়া গিয়েছে তাতে ওই কপ্টারের অবস্থা ঠিকই রয়েছে। গত ২৬ এপ্রিল, ৫২তম উড়ান দিয়েছিল ওই কপ্টারটি। তার কিছুক্ষণ পরেই মঙ্গলের মাটি ছুঁতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মঙ্গলযান Perseverance-এর সঙ্গে। এই Perseverance-এর মাধ্যমেই পৃথিবী এবং এই কপ্টারের সঙ্গে যোগাযোগ বজায় থাকে। Perseverance এবং Ingenuity কপ্টারের মাঝে একটি পাহাড় চলে আসায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তারপরে ফের ৩০ জুন যোগাযোগ স্থাপিত হয়।


NASA-এর জেট প্রপালশন ল্যাবরেটরির তরফে একটি বার্তায় বলা হয়েছে, এখন রোভার এবং কপ্টারটি মঙ্গলের Jezero Crater-এ তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে, সেখানে বহু উঁচুনীচু এলাকা থাকায় মাঝেমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর আগেও কপ্টারের সঙ্গে যোগাযোগ নিয়ে সমস্যা হয়েছিল। এপ্রিলের প্রথমদিকে ৬ দিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।


২০২১ সালের প্রথমদিকে Perseverance রোভারের সঙ্গে মঙ্গলে পৌঁছেছিল এই কপ্টারটি। তার পর থেকে একাধিক বার বিভিন্ন অভিযানে কাজ করেছে এটি। রোভারটি মাটিতে চলে, সেটিকে সাহায্য করার জন্য মঙ্গলের আকাশপথে ঘুরে তথ্য সংগ্রহ করে এটি। মঙ্গলের পাঠানো এই কপ্টারটির একটি প্রাথমিক মিশন ছিল। ৫ দিনের একটি মিশন ছিল, তাতে দেখা হতো মঙ্গলের আকাশে উড়ান সম্ভব কিনা। সেই মিশন সফল ভাবেই শেষ করে কপ্টারটি। তারপর থেকে এটি একাধিকবার আকাশপথে মঙ্গল গ্রহ থেকে তথ্য সংগ্রহের কাছে রোভারটিকে সাহায্য করছে। বিভিন্ন সময় স্কাউটিংয়ের কাছে ব্যবহার করা হয় কপ্টারটিকে। যেহেতু রোভারটি মাটিতে চলে, তাই আকাশপথে উড়ে তথ্য সংগ্রহের কাছে সাহায্য় করে এটি। তুলনামূলক কম সময়ে বড় এলাকায় ছবি উঠে আসে। তার তথ্যের উপর ভিত্তি করে রোভারের গবেষণা চালাতে সুবিধা হয়।  


আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে