নয়াদিল্লি: ফি বছর দূষণে দমবন্ধ হওয়ার জোগাড়। রাজধানীর বুকে জীবনের অধিকার বিপন্ন বলে তাই লাগাতার অভিযোগ উঠছে। সেই অভিযোগে এবার কার্যত সিলমোহর দিল আন্তর্জাতিক স্বাস্থ্য সমীক্ষা সংস্থা Global Burden of Disease (GBD). তারা যে পরিসংখ্যান সামনে এনেছে, সেই অনুযায়ী, ২০২৩ সালে দিল্লিতে যত মানুষ মারা গিয়েছেন, তার ১৫ শতাংশই বায়ুদূষণের কারণে। (Delhi Air Pollution)

Continues below advertisement

চলতি মাসের গোড়ায় Institute for Health Metrics and Evaluate (IHME) যে হিসেব প্রকাশ করে, তার উপর নির্ভর করেই এই পরিসংখ্যান প্রকাশ করেছে GBD. IHME জানায়, গতবছর দিল্লিতে ১৭ হাজার ১৮৮ জনের মৃত্যুর সঙ্গে দূষণের সংযোগ উঠে এসেছে। দীর্ঘসময় বাতাসের বাসমান ধূলিকণা PM2.5-এর সংস্পর্শে থাকাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। সেই নিরিখে দিল্লিতে প্রতি মারা যাওয়া প্রতি সাতজনের মধ্যে একজনের মৃত্যুর সঙ্গে দূষিত বাতাসের সংযোগ মিলেছে। (Air Pollution in Delhi)

তবে এমন একাধিক পরিসংখ্যান সামনে আসার পরও, কেন্দ্রীয় সরকারকে সদর্থক ভূমিকায় দেখা যায়নি। বরং বায়ুদূষণে মৃত্যুর সপক্ষে চূড়ান্ত প্রমাণ মেলেনি বলে লাগাতার দাবি করে আসছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। একাধিক কারণের মধ্যে দূষণকে অন্যতম বলা গেলেও, তাকে মুখ্য কারণ হিসেবে মানতে নারাজ কেন্দ্র। কিন্তু Centre for Research on Energy and Clean Air (CREA)-র মতে, GBD যে পরিসংখ্যান সামনে এনেছে, তাতেই ছবি পরিষ্কার হয়ে গিয়েছে। অবিলম্বে দিল্লিকে দূষণমুক্ত করতে পদক্ষেপ করা প্রয়োজন। সাধারণ ‘অসুবিধা’র আওতায় না ফেলে, বায়ুদূষণকে ‘স্বাস্থ্যের জরুরি অবস্থা’ হিসেবে দেখা উচিত বলে মত তাদের।

Continues below advertisement

CREA-র গবেষক মনোজ কুমার জানিয়েছেন, বায়ুদূষণকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্য়ে এর ক্ষতিকর প্রভাবকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভারতে মহামারি সংক্রান্ত ২৫০-র বেশি সমীক্ষায় বায়ুদূষণের সঙ্গে স্বাস্থ্য়জনিত সমস্যার যোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে একটিই বিজ্ঞান প্রযোজ্য, সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিত প্রয়াস চাই।

GBD-র পরিসংখ্যান বলছে, ২০১৮ সাল নাগাদ দিল্লিতে বায়ুদূষণ সংক্রান্ত কারণে মৃত্যু হয় ১৫ হাজার ৭৮৬ জনের। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১৭ হাজার ১৮৮। ওই একই সময়ে উচ্চ রক্তচাপ এবং ডায়বিটিস রোগীদের মৃত্য়ুও বেড়েছে। কিন্তু বায়ুদূষণের চেয়ে সংখ্য়াটা কম। বায়ুদূষণে যেখানে ১৫ শতাংশ মানুষের মৃত্য়ুর সংযোগ পাওয়া যাচ্ছে, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই হার ১২.৫, ডায়বিটিসের ক্ষেত্রে ৯, কোলেস্টেরলের ক্ষেত্রে ৬ এবং স্থূলতার ক্ষেত্রে ৫.৬ শতাংশ।