নয়াদিল্লি: প্রায় একদশক ধরে মহাশূন্যে বিচরণ ছিল তার। এ বার আয়ু শেষ হচ্ছে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১ (MT1)-এর (Megha-Tropiques-1)। দোলের দিন, মঙ্গলবারই সেটিকে আছড়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO News) তরফে সেই নিয়ে চূড়ান্ত সক্রিয়তা শুরু হয়েছে। কার্যকাল শেষ করে আজই ভারতের বায়ুমণ্ডলে প্রবেশ করবে ওই কৃত্রিম উপগ্রহ। তার পর আকাশেই পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হবে সেটিকে (Science News)।


ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES-এর যৌথ উদ্যোগে প্রেরিত


২০১১ সালের অক্টোবর মাসে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১-এর উৎক্ষেপণ হয়। লো আর্থ অরবিটের উদ্দেশে রওনা দেয় সেটি, যা কিনা পৃথিবীকে প্রদক্ষিণ করার একটি কক্ষপথ। ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES-এর যৌথ উদ্যোগে সেটিকে মহাকাশে পাঠানো হয়। মূলত আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত গবেষণার কাজেই পাঠানো হয়েছিল। 


গোড়ার দিকে তিন বছরের জন্য এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয়। পরে সময়কালের মেয়াদবৃদ্ধি করা হয় বিজ্ঞানীদের তরফে। তার পর প্রায় এক দশক ধরে পৃথিবীর বুকে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত তথ্য পাঠাচ্ছিল ওই কৃত্রিম উপগ্রহ। এতদিনে তার কার্যকাল শেষ হল। ইসরোর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে গিয়েছে ওই কৃত্রিম উপগ্রহ। 


আরও পড়ুন: Neiphiu Rio : মোদি-শাহ-র উপস্থিতিতে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেফু রিও-র


মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহটি তৈরি করে ইসরো। চারটি বিশেষ যন্ত্র বসানো রয়েছে তাতে। মিটিওরোলোজিক্যাল অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক স্যাটেলাইট ডেটা আর্কাইভাল সেন্টার জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় বলয়ে সূর্যের তাপ এসে পড়ে সবচেয়ে বেশি। তার তুলনা ঢের কম প্রতিফলিত হয় মহাকাশে। সেই অতিরিক্ত তারমাত্রা বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর বুকে এবং সাগর-মহাসাগরে এসে পড়ে। সেই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ওই কৃত্রিম উপগ্রহ।


মহাকাশকে আবর্জনামুক্ত রাখতে রাষ্ট্রপুঞ্জের ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি-র কাছে দায়বদ্ধ ইসরো। তাই অভিযান শেষে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহগুলিকে গুঁড়িয়ে দেওয়া, অথবা নিরাপদে ফিরিয়ে নেওয়াই নিয়ম। ২৫ বছর আয়ুকাল এমন কক্ষপথেও নামিয়ে আনা যায় এমন কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে। 


মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ১ টন


কিছু কিছু ক্ষেত্রে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ মহাশূন্য়ে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ১ টন। সে ক্ষেত্রে সেটি ধ্বংস হতে সময় লাগবে প্রায় ১০০ বছর। এখনও ওই কৃত্রিম উপগ্রহে ১২৫ কেজি জ্বালানি রয়েছে। তাই কোনও বিপত্তি যাতে না ঘটে, তাই সেটিকে নামিয়ে আনা হচ্ছে।