নয়াদিল্লি: নিজের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত। সেই লক্ষ্যে 'গগনযান' অভিযানের ঘোষণা হয়েছিল আগেই। এবার অভিযানের জন্য বেছে নেওয়া চার মহাকাশচারীর নাম-পরিচয় সামনে এল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চার-জনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। তাঁদের মধ্যে তিন জন দেশীয় রকেটে চেপে মহাকাশে রওনা দেবেন। (Gaganyaan Astronauts Profile)
'গগনযান' অভিযানের জন্য যে তার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁরা হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্ল। 'গগনযান' অভিযানের আওতায় তিন ভারতীয় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথের নিম্ন অংশে পাঠানো হবে। তিন দিন পর আবার ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। অবতরণ করানো হবে জলভাগে। (ISRO Mission)
এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, ‘গগনযান’ অভিযানের অংশ হতে দলে দলে পাইলটরা নাম লিখিয়েছিলেন। ২০১৯ সালে তাঁদের মধ্যে থেকে প্রখম রাউন্ডে উত্তীর্ণ হন মাত্র ১২ জনই। তাঁদের মধ্যে চার জনই অভিযানের জন্য নির্বাচিত হন। ভারতীয় বায়ুসেনার অধীনস্থ, ইনস্টিটিউট অফ এ্যারোস্পেস মেডিসিনের (IAM) ক্যাম্পাসে তাঁদের বেছে নেওয়া হয়। ২০২০ সালের গোড়ায় ওই চার জনকে রাশিয়ায় প্রাথমিক প্রশিক্ষণের জন্য পাঠায় ISRO. সেখানে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলে। ২০২১ সালে প্রশিক্ষণ সম্পূর্ণ হলে দেশে ফেরেন তাঁরা। (ISRO Gaganyaan Mission)
আরও পড়ুন: Gaganyaan Mission: ‘গগনযানে’ চেপে ভারতের হয়ে মহাকাশে, চার নভোচারীর নাম প্রকাশ করলেন মোদি
সেই থেকে ISRO-র তত্ত্বাবধানে লাগাতার প্রশিক্ষণ চলছিল ওই চার মহাকাশচারীর। ভারতীয় সশস্ত্র বাহিনীও প্রশিক্ষণে সহযোগিতা করে। পাশাপাশি Human Space Flight Centre (HSFC)-কে উন্নত প্রযুক্তিতে সাজিয়ে তোলো ISRO, যাতে কোথাও কোনও খামতি না থাকে। বায়ুসেনার তত্ত্বাবধানে নিয়মিত উড়ানের প্রশিক্ষণও দেওয়া হয় সকলকে। শারীরিক ভাবে ফিট থাকতেও আলাদা প্রশিক্ষণ চলছে।
মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান হতে চলেছে 'গগনযান'-এর মাধ্যমে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায়, তিন দিনের জন্য পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে থাকবেন ওই মহাকাশচারীরা। তিন দিন পর ফের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাঁদের। অবতরণ করানো হবে জলভাগে। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে প্রথমে রোবট 'ব্যোমমিত্রা'কে পাঠানো হবে মহাকাশে। তার পরই মানব অভিযান হবে বলে জানিয়েছে ISRO.