নয়াদিল্লি: গত এক বছরে মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য এসেছে। এবার 'Naughty Boy'-এর উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শনিবার বিকেলে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হল, যার বৈজ্ঞানিক নাম Meteorological Satellite INSAT-3DS. এটি আসলে আবহাওয়ার উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ। Geosyncronus Launch Vehicle 14-এ (GSLV-F14) চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠাল ISRO. (INSAT-3DS Mission)


শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ হয় INSAT-3DS কৃত্রিম উপগ্রহের। GSLV-F14 রকেটে চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠানো হয়। এই উৎক্ষেপণে কোনও বাধা-বিঘ্ন ঘটেনি, যা ISRO-র বিজ্ঞানীদের জন্য স্বস্তির খবর। কারণ GSLV-F14 রকেটের প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছে। 


INSAT-3DS কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণের পর তাই ISRO-র তরফে জানানো হয় যে, একেবারে বাধ্য, সুশৃঙ্খল আচরণ ছিল 'Naughty Boy'-এর (INSAT-3DS কৃত্রিম উপগ্রহের ডাকনাম)। ISRO-র প্রধান এস সোমনাথ জানান, এই অভিযানে আত্মবিশ্বাস আরও বাড়ল তাঁদের। এর পর GSLV রকেটে চাপিয়ে NISAR কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে, যা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ISRO-র যৌথ অভিযান।



আরও পড়ুন: Urine Bio Fertilizer: মূত্রের সাহায্যে জ্বলবে আলো, তৈরি হবে জৈব সার!


এদিন GSLV-F14 রকেটে চাপিয়ে INSAT-3DS কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই উদ্বেগ ছিল। কারণ এযাবৎ যে ১৫ বার GSLV-F14 রকেট  ব্যবহার করা হয়েছে, তার মধ্যে চারটি সফল হয়নি। সেই নিরিখে ISRO-র Polar Satellite Launch Vehiclle (PSLV)-কে ব্যবহার করে ৬০টি অভিযান চালানো হয়, যার মধ্যে তিনটিই মাত্র সফল হয়নি। LVM-3 রকেট ব্যবহার করে মোট সাতটি অভিযান চালানো হয়েছে,যার সবক'টিই সফল হয়েছে। তবে সেই উদ্বেগ কাটল এবার।


২০২৪ সালে GSLV-F14 রকেটির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অভিযান বরাদ্দ হয়েছে। চলতি বছরের শেষের দিকে পৃথিবীর উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ NISAR-কে নিয়ে মহাকাশে রওনা দেবে এই রকেট। NASA এবং ISRO-র যৌথ অভিযান হবে সেটি। পৃথিবীকে জরিপ করার পাশাপাশি, জলবায়ু আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালানো হবে।