প্রত্যাশা মতোই সূর্যের (Sun Mission) দিকে পাড়ি দেওয়ার পর  পঞ্চমবার কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সৌরযান। ISRO সূত্রে জানানো হয়েছে, পঞ্চমবার আদিত্য এল ওয়ানের (Aditya L1) কক্ষপথ পরিবর্তন সফলভাবে হয়েছে। ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ  সূর্যযানের কক্ষপথ বদল করা হল।         


উৎক্ষেপণের পর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে দূরত্ব বৃদ্ধি করছিল আদিত্য এল ওয়ান। তবে এবার পৃথিবীর কক্ষপথ চিরকালের মতো ছেড়ে সূর্যের পথে পাড়ি দিল আদিত্য এল ওয়ান।  গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় ইসরোর সূর্যযান। উৎক্ষেপণের এক ঘণ্টা ৫ মিনিট পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয় মহাকাশযানটি। এরপর পৃথিবীর চারিপাশে উপবৃত্তাকার পথে ঘুরতে শুরু করে আদিত্য। ইসরো জানিয়েছে, ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের মধ্য দিয়ে কক্ষপথ পরিবর্তন করেছে আদিত্য এল ওয়ান। এরপর ১১০ দিন ধরে আদিত্য এল ১ পাড়ি দেবে সূর্যের দিকে।  


 






সোমবারের মধ্যরাতটি ভারতের প্রথম সৌরযানের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার মধ্যরাতেইভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও একবার কক্ষপথ পরিবর্তন করায় আদিত্যর। ট্রান্স-ল্যাগরেজিয়ান পয়েন্ট ১ ইনসার্শন (TL1) প্রয়োগ করল ইসরো। অর্থাৎ সোমের রাতেই পৃথিবীর মায়া সম্পূর্ণ ভাবে ত্যাগ করল আদিত্য-এল ১। এদ্দিন পৃথিবীর টানেই চারদিকে ঘুরছিল আদিত্য-এল ১। এখন সেই টান অতিক্রম করে গেল সে। সোমবারই মধ্যরাতে সেই কক্ষপথ থেকে বেরিয়ে গেল আদিত্য। এল১ পয়েন্ট থেকেই সূর্যের উপর বাধাহীন নজরদারি চালাতে পারবে ইসরোর সৌরযান। তাই ১৯ সেপ্টেম্বরের এই কক্ষপথ পরিবর্তন এতটা গুরুত্বপূর্ণ। এরপর  ১১০ দিন ধরে পাড়ি দেবে হ্যালো অরবিটের দিকে। যেখান থেকে সূর্যমুখী হয়ে নজর রাখবে সৌরযান।        


মরিশাস, ব্যাঙ্গালোর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে।