নয়াদিল্লি: চন্দ্রযান-৩ এখনও গন্তব্যে পৌঁছয়নি। তার মধ্যেই নয়া অভিযান ISRO-র। এবার PSLV-C56 রকেটের উৎক্ষেপণ হচ্ছে। সিঙ্গাপুরের DS-SAR কৃত্রিম উপগ্রহও বয়ে নিয়ে যাবে PSLV-C56। ৩০ জুলাই, সকাল সাড়ে ৬টায় শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে হবে উৎক্ষেপণ। অভিযান ঘিরে চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। (PSLV-C56 Launch)


এই PSLV-C56 রকেটটি Core Alone মোডে তৈরি করা হয়েছে। অর্থাৎ সাধারণ রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত ছয় স্ট্র্যাপের বুস্টারের প্রয়োজন পড়বে না। হালকা ওজনের উপযোগী কম বুস্টার ব্যবহার করেই হবে উৎক্ষেপণ। এর আগে PSLV-C55 রকেট উৎক্ষেপণেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এর পাশাপাশি আরও ছ'টি কৃত্রিম উপগ্রহ থাকছে রকেটে।


ISRO জানিয়েছে, DS-SAR কৃত্রিম উপগ্রহটিকে নিরক্ষীয় কক্ষপথের কাছে ৫ ডিগ্রি অবস্থানে, ৫৩৫ কিলোমিটার উচ্চতায় রাখা হবে। এই DS-SAR কৃত্রিম উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের DSTA এবং ST ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে মিলে তৈরি করা হয়েছে। DS-SAR কৃত্রিম উপগ্রহটির ওজন ৩৬০ কেজি। মূলত ছবি তোলার কাজে লাগানো হবে সেটিকে। এর পাশাপাশি ভূস্থানিক তথ্যও পাঠাবে পৃথিবীতে।



আরও পড়ুন: Alien Craft Hearing: একা নন পৃথিবীবাসী, আছড়ে পড়া UFO নিয়ে গোপনে গবেষণা, ভিনগ্রহীদের লুকোচ্ছে আমেরিকা, শুনানিতে দাবি গোয়েন্দা আধিকারিকের


DS-SAR কৃত্রিম উপগ্রহে একটি সিন্থেটিক অ্যাপারচার রেডার পে লোড  রয়েছে, যেটি তৈরি করেছে ইজরায়েল এ্যারস্পেস ইন্ডাস্ট্রিজ। অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই রেডারে, তার মাধ্যমেই দিন-রাতের আবহাওয়া সংক্রান্ত  তথ্য পাওয়া যাবে। ১ মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। স্মার্টসিটি, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা পরিষেবায় যুক্তসংস্থা ST ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক স্বার্থে ওই ছবি ব্যবহার করবে।


এর পাশাপাশি, ২৩ কেজির VELOX-AM মাইক্রোস্যাটেলাইট, পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ ARCADE, 3U ন্যানোস্যাটেলাইট ফ্লাইং টেকনোলজি SCOOB-2, ন্যানোস্যাটেলাইট NuLIoN, Galassia-2 ন্যানোস্যাটেলাইট এবং ORB-12 STRIDER কৃত্রিম উপগ্রহ রয়েছে। কম উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে Galassia-2 ন্যানোস্যাটেলাইট।


PSLV-C56 রকেটের উৎক্ষেপণ সফল হলে ISRO-র মুকুটে নতুন পালক যুক্ত হবে। PSLV উৎক্ষেপণে এমনিতে ISRO-র সাফল্য়ের হার ৯৪ শতাংশ। এবার তাতে আন্তর্জাতিক সহযোগিতাও রয়েছে।