নয়াদিল্লি: পৃথিবী থেকে দেখলে আকাশে আলোর বিন্দু ছাড়া কিছুই চোখে পড়ে না। কিন্তু মহাশূন্যের বুকে ভেসে থাকা অবস্থায় ব্রহ্মাণ্ডের রূপ দেখার অভিজ্ঞতা অত্যাশ্চর্যকর। সেই অভূতপূর্ব অভিজ্ঞতার একঝলক চাক্ষুষ করার সুযোগ হল পৃথিবীবাসীর। চাঁদে গ্রহণ লাগার বিশেষ মুহূর্ত সচক্ষে দেখতে পেলেন সকলে। ভিডিটিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Blue Ghost Lunar Eclipse)


আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Lander এই মুহূর্তে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। ওই ল্যান্ডারে বসানো ক্যামেরাই অভূতপূর্ব মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছে, যেখানে চাঁদকে আড়াল করছে পৃথিবী। বাঁধিয়ে রাখার মতো ওই ফ্রেম সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে Firefly Aerospace. (Science News)


Firefly Aerospace-এর Blue Ghost Lander এই মুহূর্তে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাতে বসানো ক্যামেরা মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে। সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্ত ফ্রেমবন্দি হয়। দেখা যায়, ঘূর্ণায়মান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী। ছবি জুড়ে জুড়ে ওই বিশেষ মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলা হয়েছে, যা মন জয় করে নিয়েছে মহাকাশপ্রেমীদের।



Firefly Aerospace-এর তরফে সোশ্যাল মিডিয়ায় ওই বিশেষ মুহূর্ত পোস্ট করে লেখা হয়, ‘ছোট্ট ল্যান্ডারের মাধ্যমে চাঁদের উপর নজরদারি চালাই আমি। পৃথিবীর দ্বারা চাঁদের গ্রহণ লাগার অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হোন’। পোস্টকার্ডে ছাপানোর যোগ্য এমন আরও বহু মুহূর্ত ভবিষ্যতে ক্যামেরাবন্দি করা যাবে বলে আশাবাদী Firefly Aerospace.


গত ১৫ জানুয়ারি Firefly Aerospace-এর Blue Ghost Lander-টির উৎক্ষেপণ হয়। ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটে চাপিয়ে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে Blue Ghost Lander. সেখানে আপাতত প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চালিয়ে নিচ্ছে সেটি। ইঞ্জিনের শক্তি পরীক্ষাও হবে। এর পর চাঁদের উদ্দেশে রওনা দেবে ল্যান্ডারটি।


মহাকাশ অভিযানের বাণিজ্যিকীকরণে Commercial Lunar Payload Services প্রকল্প গ্রহণ করেছে NASA.  এই প্রকল্পের আওতায় বাণিজ্যিক সংস্থাগুলির পেলোড চাঁচের মাটিতে পৌঁছে দেওয়া হবে। সেই সব যন্ত্রপাতি দিয়ে চাঁদের মাটিতে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চলবে। মার্চের গোড়ার দিকে  Firefly Aerospace-এর Blue Ghost Landerটি চাঁদের মাটিতে Mare Crisium, Sea of Crises-এ অবতরণ করবে। সেখানে দু’সপ্তাহ গবেষণা চলবে। চাঁদের বুকে রাত শুরু হলে গবেষণা বন্ধ হয়ে যাবে।