কলকাতা: ভয়াবহ বিপদের ইঙ্গিত? মানব প্রজাতি ধ্বংসের বীজ?  প্রজনন শক্তির উপর বিপদের খাঁড়া কি প্লাস্টিক-দূষণ? সম্প্রতি বিজ্ঞানীদের একটি গবেষণা ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। 


মানব শরীরের শুক্রাশয়ে থাবা বসাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। সহজ কথায় বললে ৫ মিলিমিটারের কম আয়তনের প্লাস্টিকই হল মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক সামগ্রী উৎপাদনের সময় ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ায় এই ধরনের দূষক (Plastic Pollution) তৈরি হয়-এটি পরিবেশে দীর্ঘমেয়াদি ভাবে থাকে- অন্য দূষক পদার্থও শোষণ করে মাইক্রোপ্লাস্টিক।


University of New Mexico -এর বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন- সেই পেপার প্রকাশিত হয়েছে Toxicological Sciences- এর May 15, 2024 সংখ্যায়। সেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষ ও কুকুরের শুক্রাশয়ের মধ্য়ে পাওয়া গিয়েছে মাইক্রোপ্লাস্টিক (Microplastic)। যে কারণে পুরুষদের প্রজনন ক্ষমতা নিয়ে উদ্বেগে বিজ্ঞানীরা। Down to earth-এর প্রতিবেদন অনুযায়ী- বিজ্ঞানীরা ২৩ জন মানুষের শুক্রাশয় এবং ৪৭টি পোষ্য কুকুরের শুক্রাশয়ের (testicles) নমুনা পরীক্ষা করেছেন- তাতে উদ্বেগে থাকার মতো মাইক্রোপ্লাস্টিক মিলেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, ১২ ধরনের মাইক্রোপ্লাস্টিক মিলেছে। বেশ কিছু পলিমার- মূলত PE বা পলিইথালিন জাতীয় প্লাস্টিক মিলেছে। তারই সঙ্গে বিজ্ঞানীরা দাবি করেছেন, PVC, PET-এর সঙ্গে শুক্রাশয়ের স্বাভাবিক ওজনের মধ্যে ব্য়াস্তানুপাতিক সম্পর্ক দেখা গিয়েছে। এর ফলেই বিজ্ঞানীদের আশঙ্কা পুরুষদের মধ্যে স্পার্ম কাউন্ট (Sperm Count) কমে যাওয়ার মতো ঘটনার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। বিজ্ঞানীদের ধারণা। স্পার্ম কাউন্ট, শুক্রাশয়ের ওজন (Weight of testicles) এবং Epididymis-এর সঙ্গে শুক্রাশয়ে মাইক্রোপ্লাস্টিকের (Microplastic Pollution on testicles) উপস্থিতির সম্পর্ক রয়েছে।


এই বিভিন্ন ধরনের পলিমার দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় জিনিস উৎপাদন করতে কাজে লাগে। প্লাস্টিক ব্য়াগ থেকে শুরু করে প্লাস্টিক বোতল তৈরিতে। জল সরবরাহের জন্য জলের পাইপ তৈরিতে, জল রাখার পাত্র থেকে শুরু করে আরও নানা কাজে ব্যবহার হয়ে থাকে। মাইক্রোপ্লাস্টিকের দূষণের কারণে প্রভাব পড়ে জমির ফসলেও। এই ধরনের প্লাস্টিক-দূষক নানা ধরনের রাসায়নিক ছাড়তে পারে যা ভয়ঙ্কর ক্ষতিকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।   


বিজ্ঞানীরা জানাচ্ছেন, খাদ্যদ্রব্যের (Oral Intake) মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এবং ত্বকের সংস্পর্শে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ঢুকতে পারে। মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে অক্সিডেটিভ স্ট্রেস, ডিএনএ-এর ক্ষতি থেক শুরু করে দেহের নানা অঙ্গের সমস্যা তৈরি হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'যত সন্ত্রাস করবেন, তত পদ্ম ফুটবে'- পুলিশ-হানার প্রসঙ্গ তুলে তোপ শাহের