কলকাতা: দামি ধাতু, নানা ধাতব যন্ত্রপাতি আর নয়। এবার কৃত্রিম উপগ্রহ তৈরি হবে কাঠে। শুনতে অবাক লাগলেও এমনটাই করতে চলেছেন বিজ্ঞানীরা। নাসা (NASA) ও জাপানের (Japan) মহাকাশ বিজ্ঞানীরা হাতে হাত মিলিয়ে তৈরি করছেন LignoSat. 


এটি আগতে কাঠের তৈরি একটি কৃত্রিম উপগ্রহ। একটি কফি মগের আকারের এই কৃত্রিম উপগ্রহ। ম্যাগনোলিয়া কাঠ (Magnolia Wood) দিয়ে তৈরি হচ্ছে এই  কৃত্রিম উপগ্রহ। ২০২৪ সালে পৃথিবীর কক্ষপথে বসানো হবে এই কৃত্রিম উপগ্রহকে। 


কাঠ টিকবে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশের শূন্যে (Vacuun of Space) কাঠ পোড়ে না বা পচে যায় না। সময় শেষে যখন ফের পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকবে কৃত্রিম উপগ্রহ। তখন কাঠ হওয়ায় বায়ুমন্ডলের সঙ্গে ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবে ওই উপগ্রহ। এমনটা হলে মহাজাগতিক বর্জ্যের সমস্যা এড়ানো যাবে। আধুনিক কৃত্রিম উপগ্রহ ধাতব হয়, সেই কারণে কৃত্রিম উপগ্রহ খারাপ হয়ে যাওয়ায় মহাকাশে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। পৃথিবীতে যে যে উপগ্রহ এনে সমুদ্রে নিক্ষেপ করা হয়, তাতেও ভয়াবহ দূষণ ঘটে। কিন্তু মহাকাশ বিজ্ঞানচর্চা থেমে থাকার নয়। সেই কারণেই বিজ্ঞানচর্চার কারণে হওয়া দূষণের পরিমাণ কমাতেই এই ভাবনা বিজ্ঞানীদের। এই কাজ সফল হলে ভবিষ্যতে কৃত্রিম উপগ্রহের জন্য Biodegradable পদার্থ ব্যবহারের নতুন দিগন্ত খুলে যাবে। এই কাজে অনেকটাই এগিয়েছেন বিজ্ঞানীরা।


যে কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করা হবে, সেই কাঠের নমুনা এই বছরের শুরুতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পরখ করে দেখা হয়েছে। তাতে যা ফল পাওয়া গিয়েছে, তাতে বিজ্ঞানীরা মনে করছেন এই কাঠ দিয়ে কৃত্রিম উপগ্রহ তৈরি করা সম্ভব। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে তাপমাত্রার ব্যাপক হেরফের হয়। কসমিক রশ্মির সামনে পড়ে কৃত্রিম উপগ্রহ। তারপরেও ১০ মাস ধরে কোনওরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কাঠের ওই নমুনা।


কোন কাঠে তৈরি হবে কৃত্রিম উপগ্রহ?
প্রাথমিকভাবে ৩রকম কাঠের নমুনা বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। ম্যাঙ্গোলিয়া, চেরি এবং বার্চ গাছের কাঠ বেছে নেওয়া হয়েছিল। সেগুলির নমুনা রাখা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station)। এমন একটি মডিউলে সেগুলি রাখা হয়েছিল যেটি মহাকাশে উন্মুক্ত ছিল। পরীক্ষার ফলাফল দেখে ম্যাঙ্গোলিয়া কাঠ বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। কারণ ওই পরিস্থিতিতে ওই কাঠ সবচেয়ে কম ক্ষয় হয়েছে।    


এখন অন্তত ৯৩০০ টন মহাকাশ সামগ্রী (Space Object), যার মধ্যে মহাকাশীয় বর্জ্যও রয়েছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই সামগ্রীগুলি অতি উন্নত ধাতু দিয়ে তৈরি হয়। যেগুলি আকাশের উজ্জ্বলতা অন্তত ১০ শতাংশ বাড়িয়ে দেয়। যার ফলে দূরবর্তী মহাজাগতিক কর্মকাণ্ড দেখতে সমস্যা তৈরি হয়। তাছাড়া, ধাতু দিয়ে তৈরি করতে খরচও অনেক বেশি হয়। তার ক্ষতি করার ক্ষমতাও অনেক বেশি হয়। সেক্ষেত্রে LingoSat-এর মতো কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ কম বিপদ তৈরি করবে বলে মত বিজ্ঞানীদের। 


আরও পড়ুন: ভেলায় ভেসে পুকুর পরিক্রমা দেব-দেবীর! প্রাচীন প্রথা মেনে চলছে বুদবুদের এই অনুষ্ঠান