কলকাতা: চাঁদের দেশ থেকে ফিরে আসছিল 'ওরিয়ন' (Orion)। আর তার মাঝেই ঘটল সেই ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই নাসার (NASA) এই মহাকাশযানের কী গতি হল, ধরা পড়ল ভিডিয়োতে। আর সেই ভিডিয়ো দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আদপে কী ঘটেছিল ওরিয়নের সঙ্গে?
গত বছর ঠিক এই সময়েই নাসার মহাকাশযান আর্টেমিস ১-এর (Artemis 1) পরীক্ষামূলক উড়ান সেরে চাঁদের মাটি থেকে নেমে এসেছিল পৃথিবীর মাটিতে। টানা ২৫ দিন চাঁদের চারপাশে পাক খেয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল ওরিয়ন, নেমেছিল প্রশান্ত মহাসাগরে। দিনটা ছিল ১১ ডিসেম্বর। আর এই অভিযানের সাফল্যের কথা মাথায় রেখে এক বছর পূর্তি উপলক্ষে নাসা একটি ভিডিয়ো (POV Video) প্রকাশ্যে আনে যা ওরিয়নের ক্যামেরায় তোলা। আর সেই ভিডিয়ো মন কাড়বে দর্শকদের। কী রয়েছে সেই ভিডিয়োতে?
ওরিয়নের ক্যামেরায় তোলা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় মারাত্মক গতি বেড়ে যায় ওরিয়নের। শব্দের থেকেও ৩২ গুণ বেশি গতি হয়ে পড়ে তার। আর একইসঙ্গে সেই তীব্র গতির পাশে নানারকম যান্ত্রিক শব্দও শোনা যাচ্ছিল ভিডিয়োতে। নাসা জানিয়েছে পৃথিবীর দিকে নেমে আসার সময় ওরিয়নের তাপমাত্রা ছিল প্রায় ৫ হাজার ডিগ্রি সেলসিয়াস যা কিনা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার অর্ধেক। অন্যদিকে মহাকাশযানের গতি ছিল প্রায় ২৫ হাজার মাইল প্রতি ঘন্টায় যা ধীরে ধীরে ২৬ কিমি প্রতি ঘন্টায় নেমে আসে। ভিডিয়োতে যে বিশাল শব্দ শোনা যাচ্ছে তা আসলে মহাকাশযানের জ্বালানির শব্দ। ১১টি প্যারাশ্যুটের সাহায্যে নেমে এসেছিল ওরিয়ন। এই তীব্র গতির কথা জানতে পেরে অনেকেই চমকে গিয়েছেন।
আর্টেমিস ১ মহাকাশ অভিযানের অধীনে এই 'ওরিয়ন' মহাকাশযানে কোনও মানুষ ছিল না। তারপরেও সফলভাবে অভিযান শেষ করেছিল ওরিয়ন। পৃথিবী থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে ফের অক্ষত অবস্থায় ফিরে আসে পৃথিবীর মাটিতে। আর এই মহাকাশযানেই একমাত্র 'স্কিপ রি-এন্ট্রি' (Skip Re Entry) কৌশল ব্যবহৃত হয়েছিল যেখানে একটি হ্রদের জলে ঠিক যেভাবে একটি পাথর ড্রপ খায়, সেভাবেই ওরিয়নও নেমে এসেছিল পৃথিবীতে। তবে আর্টেমিস ১ অভিযানে মানুষ না গেলেও, এবার নাসার তরফে আর্টেমিস ২ মহাকাশ অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বরেই সেই অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে।