কলকাতা: মহাকাশ কেমন দেখতে, বিভিন্ন মহজাগতিক ঘটনা কেমন দেখতে লাগে। তা নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তেমনই ছবি নানা সময় দেখা যায় নাসার দৌলতে। NASA-এর তরফে তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে প্রায়শই তুলে ধরা হয় বিভিন্ন মহাজাগতিক ছবি। বিভিন্ন টেলিস্কোপ, বিভিন্ন কৃত্রিম উপগ্রহের চোখে কেমন দেখতে লাগে সেই ঘটনা- সেগুলিই সাধারণ মানুষ জানতে পারে নাসার দৌলতে।                                                 


সম্প্রতি একটি পোস্ট করেছে NASA. মহাকাশ থেকে অরোরা (Aurora) কেমন দেখতে লাগে, সেই ছবিই শেয়ার করেছে  নাসা। সম্প্রতি NASA ইনস্টাগ্রামে হ্যান্ডেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অরোরা কেমন দেখতে লাগে সেটাই শেয়ার করেছে। সেখানে লেখা রয়েছে, আমেরিকার উটা প্রদেশের উপরে অরোরা দেখা যাচ্ছে।


আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) পৃথিবী থেকে ৪১৮ কিলোমিটার উপরে উটার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই অরোরর ছবি তুলেছে, এমনটাই জানানো হয়েছে নাসার তরফে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে আলোর এক অদ্ভুত প্রকাশ দেখা যায় সময় বিশেষে, এটাই অরোরা। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের কারণেই নাকি এমনটা হয়ে থাকে ওই বিশেষ এলাকায়।   


 






ক্যাপশনের NASA লিখেছে, এটি একট বায়ুমন্ডলীয় ঘটনা যা সূর্যের পৃষ্ঠে হওয়া সৌরঝড়ের (Solar Storm) কারণে হয়ে থাকে। এই সৌরঘটনা লক্ষ লক্ষ মাইল বিস্তৃত মহাকাশে বৈদ্যুতিক চার্জযুক্ত কণার বিশাল মেঘ পাঠায়। সোলার উইন্ডের (Solar Wind) মাধ্যমে এই সৌরকণা এতদূর আসে বলে জানাচ্ছে নাসা। ওই মহাকাশ সংস্থা থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এই ছবিতে অরোরার সবুজ কুয়াশার নীচে পৃথিবীর মাটি দেখা যাচ্ছে। মেঘের নিচ থেকে আলোর বিন্দু পৃথিবীপৃষ্ঠ। স্পেস স্টেশনের অংশগুলি ছবিটির ডানদিকে কোণায় দেখা যাচ্ছে।


ছবিটি শেয়ার করা মাত্র তাতে লাইক ও শেয়ারের বন্যা বয়েছে। একাধিক মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।  


আরও পড়ুন: পঞ্জাব থেকে পাকিস্তানে প্রবেশ, বিষাক্ত ধোঁয়াশা বিস্তৃত বঙ্গোপসাগর পর্যন্ত, দেখাল NASA