নয়াদিল্লি: ২০২৩ পেরিয়ে নতুন বছরের আগমন ঘটেছে। সেই সঙ্গেই সামনে এসেছে ২০২৪ সালের মহাজাগতিক ঘটনাসমূহের ক্যালেন্ডার। এ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়ছে বসন্তকালে। মহাজগতের অন্যতম বিরল মুহূর্তের মধ্যে পড়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা দেখতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষজনও। এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, জানুন। (Total Solar Eclipse)
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে। খালিচোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণই শুধুমাত্র চোখে পড়বে পৃথিবী থেকে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ঠিক কোন সময় দেখা যাবে, তা পৃথিবীর কোন অঞ্চল থেকে দেখা হচ্ছে, তার উপর নির্ভরশীল। এবারে ৪ মিনিট ২৮ সেকেন্ড স্থায়ী হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। (Science News)
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যেখানে চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে, যা দেখে মনে হয়, চাঁদকে ঘিরে যেন ঠিকরে পড়ছে আলো।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গোটা প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব হয়। আগামী ৮ এপ্রিল মেক্সিকের উত্তর-পশ্চিম অংশ, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা. আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভ্যানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, কানাডার ওন্টারিও, কোয়েবেক, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
এর আগে, ২০১৭ সালের ২১ অগাস্ট উত্তর আমেরিকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর পর ২০৩৩ সালের ২০ মার্চ আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তার পর আভার ২০৪৪ সালের ২৩ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে কয়েক বছর পর পর দেখা গেলেও, তার মাঝে আংশিক সূর্যগ্রহণও ঘটে। প্রতি বছর অন্তত দু’বার সূর্যগ্রহণ দেখা যায়। কখনও কখনও তা পাঁচ বারও হতে পারে। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা। গড় হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১৮ মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তবে কোনও একটি অঞ্চল থেকে পর পর দু’বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ৩৭৫ বছর অপেক্ষা করতে হতে পারে।