কলকাতা: ঘোষিত হল রসায়নে (Chemistry) এই বছরের নোবেল পুরস্কার (Nobel Prize)। বুধবার নোবেল কমিটির পক্ষ থেকে রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়।
এই বছর রসায়নে নোবেল (Nobel Prize in Chemistry) পুরস্কার দেওয়া হয়েছে মুঙ্গি বাওয়েন্ডি (Moungi G. Bawendi), লুই ই ব্রুস (Louis E. Brus) এবং আলেক্সেই ইয়াকিমভ (Alexei I. Ekimov)-কে।
কোয়ান্টাম ডট আবিষ্কার, ন্যানোপার্টিকলসের গবেষণার জন্য এই তিন বিজ্ঞানীতে এই বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার মূল্য ওই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ হয়ে যাবে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে এই কোয়ান্টাম ডটস (Quantum dots) ন্য়ানোটেকনোলজির সবচেয়ে ক্ষুদ্র অংশ। এটি LED লাইট এবং টেলিভিশন স্ক্রিনে ব্যবহার করা হয়। এমনকি ক্যানসারের অস্ত্রোপচারের সময় এই প্রযুক্তির মাধ্যমে কাজ করে চিকিৎসকরা।
সাংবাদিক বৈঠকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির সদস্য Johan Aqvist বলেন, 'দীর্ঘদিন পর্যন্ত কেউ ভাবতে পারতো না যে এত ছোট কিছু তৈরি করা যায়।' ন্যানোটেকনোলজিতে দৃষ্টান্তমূলক কাজ করার জন্য়ই এই পুরস্কার।
সাধারণত অ্যাকাডেমির পক্ষ থেকে না জানানো পর্যন্ত কারা নোবেলজয়ী তাঁদের নাম জানা যায় না। এতটাই গোপনীয় থাকে এই তথ্য। এবার কিন্তু সুইডিশ মিডিয়ায় কারা জিততে পারেন তার একটা আভাস আগেই বেরিয়ে গিয়েছিল। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেসের মতো সংবাদ সংস্থা সেই সংক্রান্ত খবরও করেছিল বলে নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর
জয়ীদের পরিচয়:
মুঙ্গি বাওয়েন্ডি (Moungi G. Bawendi) ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-র প্রফেসর। লুই ই ব্রুস (Louis E. Brus) কলম্বিয়া বিশ্ববিদ্য়ালয়ের প্রফেসর এমিরেটাস, আলেক্সেই ইয়াকিমভ (Alexei I. Ekimov)নিউইয়র্কের একটি সংস্থা Nanocrystals Technology-তে কর্মরত।
আরও পড়ুন: কোভিড-১৯-এর mRNA টিকা তৈরির ক্ষেত্রে 'জরুরি' আবিষ্কার, মেডিসিনে নোবেল ২ বিজ্ঞানীকে