Tuhin Kanta Pandey: মাধবী পুরী বুচের পরে এবার নতুন চেয়ারম্যান পাচ্ছে সেবি, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান (Tuhin Kanta Pandey) হিসেবে আসবে নতুন মুখ। নব নির্বাচিত চেয়ারম্যানের নাম তুহিনকান্ত পাণ্ডে। তিনি আগে কেন্দ্র সরকারের অর্থসচিব পদে আসীন ছিলেন, এবার পেলেন সেবির চেয়ারম্যানের (SEBI Chairman) পদ। মন্ত্রীসভার নিয়োগ কমিটির সম্মতিক্রমে এবং অনুমোদনক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদে আসীন হয়েছেন তিনি।
আজ ২৮ ফেব্রুয়ারি কাজের মেয়াদ শেষ হতে চলেছে সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী পুরী বুচের। আর তারপরেই নতুন দায়িত্ব নেবেন তুহিনকান্ত পাণ্ডে। ২০২২ সালের ২ মার্চ ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছিলেন মাধবী পুরী বুচ, কারণ তিনিই ছিলেন এই সংস্থার প্রথম মহিলা চেয়ারম্যান। মাধবী পুরী বুচের কাজের মেয়াদের মধ্যে বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ নীতি চালু হয়েছে, পর্যবেক্ষণ আরও নিখুঁত হয়েছে। এমনকী এরই মধ্যে আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের ঘটনার সঙ্গেও নাম জড়িয়েছিল মাধবী পুরী বুচের, তাকে ঘিরেও উঠেছিল অভিযোগ। শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের জালিয়াতির মধ্যে সেবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল।
এবার সেই একই পদে দায়িত্ব সামলাবেন তুহিনকান্ত পাণ্ডে। এর আগে বিভিন্ন সরকারি দফতরে নানাবিধ উচ্চপদে আসীন ছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকারের অধীনে অর্থসচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। আর তারপরে ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতের অর্থ মন্ত্রকের অধীনে রাজস্ব বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তুহিনকান্ত পাণ্ডে।
এছাড়াও এর আগে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) ইত্যাদি বিভাগে কাজ করেছেন তুহিনকান্দ পাণ্ডে, সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সমস্ত বিভাগই কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে।
তুহিনকান্ত পাণ্ডের নিয়োগের সম্মতিতে কেন্দ্র সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, 'অধুনা অর্থসচিব এবং রাজস্ব বিভাগের সচিবের পদে থাকা আইএএস তুহিনকান্ত পাণ্ডেকে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে তিন বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হল কেন্দ্রীয় মন্ত্রীসভার নিয়োগ কমিটির অনুমোদনক্রমে।' মাধবী পুরী বুচের আগে ২০১৭ মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেবির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন অজয় ত্যাগী। আর তারও আগে সবথেকে বেশি সময় ৬ বছর এই পদে ছিলেন ইউকে সিনহা।