নয়া দিল্লি: 'পাতালঘর' সিনেমার সেই দৃশ্যটি মনে আছে, বিজ্ঞানী যখন ঘুমের যন্ত্র আবিষ্কার করছিলেন তারই মধ্যেই হঠাৎ কানে আসে রেডিও বার্তা, কেঁপে কেঁপে উঠছিল ভূমধ্য ঘরটি। অস্পষ্ট হলেও সেই বেতার বার্তায় স্পষ্ট পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করছিল সিনেমার 'ন্যাপচা' গ্রহ। এ মহাবিশ্বে গ্রহ-নক্ষত্রর সংখ্যা লক্ষ-কোটি ছাড়িয়ে অর্বুদে হিসেব করলেও বোধহয় কম হবে। ফলে মাঝে মধ্যেই 'এলিয়েন', ইউএফও-এর খবর সংবাদ শিরোনামে উঠে আসে। এর মধ্যেই জ্যোতির্বিজ্ঞানীরা শনাক্ত করেছেন যে পৃথিবীতে কয়েক ঘণ্টা অন্তর অন্তর শক্তিশালী রেডিও সিগন্যাল আসছে। 


কিন্তু ঘন ঘন এই রেডিও সিগন্যাল আসছে কেন? কোথা থেকেই বা আসছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল জ্যোতির্বিজ্ঞানীদের মনে। যেমন ভাবা তেমন কাজ। Murchison Widefield Array- থেকে প্রাপ্ত তথ্য থেকে তাঁরা জানতে পারেন মহাকাশে GLEAM-X J0704−37-নামের একটি মহাকাশীয় বস্তু থেকে এই বেতার বার্তা আসছে। সে তরঙ্গমোটেও ছন্নছাড়া নয়, বরং নির্দিষ্ট কিছু সময় অন্তর অত্যন্ত তাল মেনে, গোছানো বার্তা। 


অস্ট্রেলিয়ায় অবস্থিত লো-ফ্রিক্যুইয়েন্সি রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে এই বেতার বার্তা। এরপর সেই বার্তাকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার MeerKAT রেডিও টেলিস্কোপ অবজারভেশন সেন্টারে। প্রাথমিকভাবে জ্যোতির্বিজ্ঞানীদের মনে হয়েছে এ কোনও নিউট্রন স্টার থেকে আসা রেডিও সিগন্যাল। কারণ এই ধরনের অতি শক্তিশালী নক্ষত্ররা খুব দ্রুত ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং আশেপাশে শক্তিশালী চৌম্বকীয় বিকিরণ স্থান তৈরি করে ফেলে। সেখান থেকে নিকটবর্তী গ্রহে সেই তরঙ্গ পৌঁছে যায়। 


আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!


তবে এ বার্তা তেমনই কোনও নক্ষত্র থেকে এসেছে কি না অথবা GLEAM-X J0704−37-এর থেকে এসেছে কি না তা অবশ্য খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মহাকাশের যে এলাকা থেকে তা কোনও ছায়াপথ থেকে সেটি জানতে পারা গিয়েছে। 


যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন যে মহাকাশে জানার কোনও শেষ নেই। অতলে তলিয়েও 'অশেষ' যা, সেখানে প্রাথমিকভাবে কিছু খুঁজে পাওয়াও রত্ন পাওয়ার আনন্দের মতোই। কোনও বামন নক্ষত্রের থেকেও এই তরঙ্গ এসে থাকতে পারে কি না সেদিকটিও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। 
 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে