Sodium Ion Battery Charging In Seconds: লিথিয়াম আয়ন ব্যাটারির কি দিন ফুরোল এবার ? সম্প্রতি কোরিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি বিশেষ ধরনের ব্যাটারি। সোডিয়াম আয়ন দিয়ে তৈরি সেই ব্যাটারি। লিথিয়ামের থেকেও ধাতু হিসেবে সোডিয়াম বেশি পরিচিত। এমনকি জনপ্রিয়ও। সেই ধাতু দিয়েই একটি বিশেষ ধরনের ব্যাটারি আবিষ্কার করলেন কোরিয়া অ্যাডভান্সড ইন্স্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা। গবেষকদের দাবি সেকেন্ডের মধ্যে চার্জ হয়ে যাবে এই ব্যাটারি।
এতদিন গুরুত্ব পায়নি
সোডিয়াম ব্যাটারি ভাবনা নতুন নয়। লিথিয়াম আয়নের মতোই সোডিয়াম আয়ন দিয়ে ব্যাটারি আগেও তৈরি হয়েছে। কিন্তু তার ব্যবহার ছিল কম। কারণ দীর্ঘ সময় লাগত এই ব্যাটারি চার্জ হতে। পাশাপাশি এর স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ চার্জ ধরে রাখার কমতা ছিল কম। কিন্তু সম্প্রতি আবিষ্কৃত এই বাটারির সেসব ঝামেলা নেই। বরং চোখের পলক ফেলার মধ্যেই চার্জ হয়ে যাচ্ছে এটি।
বাজার দখল করবে এই ব্যাটারি ?
দ্রুত বাজার দখল করে নিতে পারে এই ব্যাটারি। কারণ এই ব্যাটারির মূল উপাদান সোডিয়াম প্রকৃতিতে লিথিয়ামের থেকে অনেক বেশি পরিমাণে উপলব্ধ। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পৃথিবীতে লিথিয়ামের থেকে সোডিয়াম প্রায় ৫০০ গুণ বেশি উপলব্ধ। ফলে এই ব্যাটারি বাজারে বেশি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে ।
সোডিয়াম ব্যাটারি কীসে কীসে ব্যবহারযোগ্য ?
যে যে কাজে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, সেই একই কাজে সোডিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা সম্ভব বলে জানাচ্ছেন গবেষকরা। তাদের কথায়, এটি ইলেকট্রিক ভেহিকল অর্থাৎ ইভি-তে ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। আবার সবরকম কনজিউমার ইলেকট্রনিক্সের জন্যও ব্যবহার করা যাবে। কনজিউমার ইলেকট্রনিক্স বলতে বোঝানো হয় ফোন, ল্যাপটপ,টিভিসহ নানা বৈদ্যুতিন দ্রব্যকে।
কীভাবে সম্ভব হল এই ‘ম্যাজিক’ ?
বিজ্ঞানীদের কথায় , এই ম্যাজিকের পিছনে রয়েছে গাড়িতে একটি বিশেষ প্রযুক্তি। সুপারক্যাপাসিটর ব্যাটারি যে ধরনের মালমশলা ব্যবহার করা হয়, সেগুলি দিয়েই তৈরি করা হয়েছে সোডিয়াম ব্যাটারি। সাধারণভাবে এতদিন সোডিয়াম ব্যাটারির তেমন কদর ছিল না। কারণ এই ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় লাগত। পাশাপাশি বেশি চার্জ ধ্যে রাখতে পারে না। কিন্তু নয়া প্রযুক্তির মধ্যে সোডিয়াম আয়ন ব্যবহার করতেই দ্রুত চার্জ হচ্ছে সেটি।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Science News: সমুদ্রগর্ভে জমছে লাখ লাখ টন প্লাস্টিক, কোন বিপদের আশঙ্কা ?