নয়াদিল্লি: মহাকাশ গবেষণার জগতে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত। ৪১ বছর পর ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন এক ভারতীয়। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। আর ২০২৫ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাচ্ছেন ৩৯ বছর বয়সি শুভাংশু শুক্ল। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা বেজে ১ মিনিটে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু। (Shubhanshu Shukla)
বুধবার আমেরিকার ফ্লোরিডায় NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশু এবং তাঁর তিন সহযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেট। ২৬ জুন বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নোঙর করবে তাঁদের Dragon মহাকাশযান। এই অভিযানের নাম রাখা হয়েছে Axiom Mission 4. NASA-র প্রাক্তনী পেগি হুইটসন, দুই বিশেষজ্ঞ, হাঙ্গেরির টিবর কাপু, পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি থাকছেন মহাকাশযানে। পাইলট হিসেবে এই অভিযানে শামিল ভারতের শুভাংশু। (Axiom Mission 4
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্য়াপ্টেন শুভাংশু। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেও, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনও ভারতীয় মহাকাশচারী। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় মহাকাশে রওনা দিচ্ছেন। শুভাংশু মহাকাশে থাকবেন আগামী ১৪ দিন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে এক সপ্তাহ ছিলেন।
ভারতীয় বায়ুসেনার সমস্ত ধরনের বিমান ওড়াতে পারদর্শী শুভাংশু। তিনি লখনউয়ের ছেলে। ফ্লোরিডায় নাসার স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের ২৮ ঘণ্টা পর স্পেস স্টেশনে পৌঁছনোর কথা শুভাংশুদের। মহাকাশে কাজ শেষ হলে পৃথিবীতে ফিরে আসবেন শুভাংশুরা। তাঁদের নিয়ে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণের কথা Dragon মহাকাশযানের। এই অভিযানে শুভাংশুকে যুক্ত করতে ISRO ৫৫০ কোটি টাকা খরচ করে। মহাকাশে থাকাকালীন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা শুভাংশুদের।
এই মহাকাশ অভিযানের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে কোয়রান্টিনে রয়েছেন শুভাংশু। মহাকাশে গিয়ে তিনি বা অন্য কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন, তাই আগে থেকে নিভৃতবাসের ব্যবস্থা। মহাকাশে পৌঁছে পৃথিবীতে বার্তাও পাঠাবেন শুভাংশু। সরাসরি সম্প্রচারেও অংশ নিতে দেখা যেতে পারে তাঁকে। গত ২৯ মে-ই মহাকাশে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশুর। কিন্তু বার বার নানা কারণে অভিযান পিছিয়েছে, কখনও খারাপ আবহাওয়ার জন্য, কখনও যান্ত্রিক গোলযোগের জন্য। ছ'বারের বার ২৫ জুন দিনটি শেষ পর্যন্ত অভিযানের জন্য স্থির করে NASA.