নয়াদিল্লি: মাঝে চার দশকের ব্য়বধান। ফের মহাকাশে পৌঁছ গেলেন ভারতের মহাকাশচারী। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পা রাখেন। ৪১ বছর পর, ২০২৫ সালের ২৫ জুন দুপুর ১২টার কিছু পর মহাকাশে পৌঁছলেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। আর মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা পাঠালেন তিনি। জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও, কাঁধের তেরঙ্গা তাঁকে আশ্বাস জোগাচ্ছে। দেশবাসীর মধ্যেই আছেন বলে অনুভব করছেন। (Shubhanshu Shukla)

এদিন মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুভাংশু। তিনি বলেন, "আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।" (Shubhanshu Shukla First Message from Space)

নয় নয় করে ছ'বার অভিযান পিছনোর পর, বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান তাঁরা। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছলেন শুভাংশু। কিন্তু প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন তিনি। 

তবে আজই আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রবেশ করবেন না শুভেন্দু  ও তাঁর সহযাত্রীরা। আজ পৃথিবীর চারিদিকে ঘুরবেন তাঁরা। কাল প্রবেশ করবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে গবেষণামূলক কাজে হাত দেবেন শুভাংশু ও বাকিরা। সবমিলিয়ে ১৪ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসবেন সকলে। এই অভিযান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে, যার আওতায় মানুষ পাঠানো হবে পৃথিবীর বাইরে। শুভাংশু সেই লক্ষ্য়ে পৌঁছনোর পথ প্রশস্ত করলেন।

ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটের মাধ্যমে এদিন Dragon মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। পৃথিবী ছাড়ার আট মিনিটের মধ্য়েই মহাকাশে পৌঁছে যান শুভাংশুরা। তাঁদের মহাকাশে পৌঁছে দেওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসে SpaceX-এর Falcon 9 রকেটটি।