কলকাতা: ভারতীয় সময় বিকেল ৪টে ২। দু ঘণ্টা ডকিং প্রসিডিওরের পরে, মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্ল আর তাঁর ৩ সহ নভোশ্চর। ডকিংয়ের প্রক্রিয়া শেষ হলে সন্ধে ৬টা নাগাদ স্পেসস্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। জড়িয়ে ধরেন তাঁদের। মহাকাশের বুকে যেন লেখা হল নতুন এক ইতিহাস। আর সেই মহাকাশের বুকে কার্যত ভাসতে ভাসতেই ভারতকে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু শুক্ল।
বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচাীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। মহাকাশ থেকে শুভাংশু বার্তা পাঠিয়েছেন, 'বুধবার আমরা 39A লঞ্চ কমপ্লেক্স থেকে লঞ্চ করেছি, যেখান থেকে প্রথম মুন ল্যান্ডিং মিশন Apollo 11 লঞ্চ হয়েছিল। এই সময় মহাকাশে খুব উৎসাহ, গর্ব অনুভব করছি। একটা ছোট অভিযান কিন্তু খুব দৃঢ় পদক্ষেপ, 'গগনযান মিশন'-এর দিকে। আসুন, আগামী ১৪ দিনকে উত্তেজনাপূর্ণ করে তুলি এবং একসঙ্গে মহাকাশে থাকি।' আগামী ১৪ দিন অন্তত ৬০ টি বিষয়ে গবেষণা করবেন শুভাংশুরা। শুভাংশুর সঙ্গে মহাকাশে গিয়েছেন, পেগি হুইটসন (Peggy Whitson), স্লায়োজ় উজ়নাইনস্কি ভিসনেউফ্স্কি (Sławosz Uznański-Wiśniewski), ও টিবল কাপু (Tibor Kapu)। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনো মাত্র স্পেস স্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। জড়িয়ে ধরেন।
আজ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে দেশকে পাঠানো বার্তায় শুভাংশু বলেন, 'আমার প্রিয় দেশবাসীর জন্য একটা ছোট্ট বার্তা.. আপনাদের ভালবাসা আর আশীর্বাদে আমি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছি। এখানে দাঁড়িয়ে থাকাটা খুব সহজ দেখতে লাগলেও, বেশ কঠিন ব্যাপার। মাথাটা ভারী লাগছে, একটু কষ্ট হচ্ছে। কিন্তু কয়েকদিনেই আমরা এগুলোর সঙ্গে অভ্যস্থ হয়ে যাব। এটা এই সফরের প্রথম ধাপ। আগামী ১৪ দিন এখানে থাকব। এখানে থেকে আমরা অনেক নতুন নতুন বৈজ্ঞানিক পরীক্ষা করব। আপনাদের সঙ্গে কথাবার্তা বলব। কিন্তু এই সফরটা আমাদের মহাকাশ সফরের একটা গুরুত্বপূর্ণ অংশ। ড্রাগনযানে থাকার সময় আপনাদের সঙ্গে আমার কথা হয়েছিল। এরপরে, এই স্পেস স্টেশন থেকেই আগামী সমস্ত কথা হবে। আসুন, সবাই মিলে এই সফরটাকে উপভোগ্য করে তুলি। আমি আমার কাঁধে ভারতীয় তেরঙ্গা পতাকা বহন করে নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি, ভারতের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে রয়েছেন। আমি বিশ্বাস করি, ভারতের প্রত্যেকটা মানুষ আমার মতোই উৎসাহিত। আমার মনে হয়, আগামী ১৪ দিন খুব আকর্ষণীয় হতে চলেছে।'