ওয়াশিংটন : ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে। কবে, পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা ? এনিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে। এরমধ্যেই এল আরও সুখবর। একদিন আগেই পৃথিবীতে ফিরতে পারেন সুনীতারা। একটু আগেই এই খবর এসেছে নাসার তরফে।
এর আগে খবর ছিল, সুনীতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে। মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভাল থাকবে, তাই ওই সময়কেই টার্গেট করছে নাসা। সুনীতা, বুচ উইলমোর ছাড়াও ক্রু নাইনে চেপে পৃথিবীতে ফিরবেন আরও ২ নভশ্চর।
কবে সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন ? তার প্রহর গোনার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। গতকাল নাসা থেকে যে খবর পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী, ১৯ মার্চ অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রু৯ ছেড়ে আসবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ৩টে ৩০ মিনিটে এটি পৌঁছবে পৃথিবীতে। কিন্তু, গতকাল রাতে নাসা এবং স্পেস এক্সের বিজ্ঞানীরা আলোচনা করে তথ্য নিয়ে দেখেছেন, একদিন আগেই আবহাওয়া অনুকূল হতে পারে। সেইজন্য সমুদ্রের ওপর বাতাস আছড়ে পড়বে এবং ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলো বিবেচনা করে তাঁরা বলছেন, এমনটা হতেই পারে যে আগামীকাল ১৮ মার্চ ভারতীয় সময় ১০টা ৩৫ মিনিটে আনডকিং হবে ক্রু নাইনের এবং ভারতীয় সময় ১৯ মার্চ সকাল ৩টে ২৭ মিনিটে বা ১৭ ঘণ্টা পর ফ্লোরিডা উপকূলে আস্তে আস্তে নেমে আসবে ক্রু নাইন ক্যাপসুলটা। এজন্য আগামীকাল সকালে ৮টা ১৫ মিনিট থেকেই আনডকিংকের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ, ক্রু নাইন ক্যাপসুলের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং ১০টা ৩৫ মিনিট নাগাদ ছেড়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এই তথ্য কিছুক্ষণ আগেই নাসা থেকে পাওয়া গেছে। তবে, আগামীকালই সেটা ছেড়ে আসবে কি না, নাকি পরশু সকালে ৩টে ৩৭ মিনিটে পৌঁছাবে, নাকি বৃহস্পতিবার পৌঁছাবে, সেটা এই মুহূর্তে কেউ জানেন না।
"তবে, পৃথিবীতে ফেরার পর সুনীতাদের বেশ কয়েক মাস নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে। তার কারণ মহাশূন্যে নয় মাস থাকার ফলে অনেক ঘটনা ঘটতে পারে। হার্ট দুর্বল হতে পারে। চোখের দৃষ্টিশক্তি কম হতে পারে। ব্রেনে জল জমতে পারে। হাড়ের ঘনত্ব কমতে পারে। শরীরের অনেক ক্ষতি হতে পারে।" এমনই বলছেন বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী।