নয়াদিল্লি: একদিন পিছোলেও মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজে হাত দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew Dragon মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ২৫ সেপ্টেম্বরই রওনা দেওয়ার কথা ছিল মহাকাশযানটির। আপাতত ঠিক হয়েছে যে, একদিন পিছিয়ে ২৬ সেপ্টেম্বর সেটি রওনা দেবে। (Sunita Williams)


কেন একদিন পিছনো হল অভিযান, তার সঠিক কারণ খোলসা করেনি NASA. কোনও কারণে যদি ২৬ সেপ্টেম্বরও সম্ভব না হয়, সেক্ষেত্রে ২৭ সেপ্টেম্বর অথবা ২৮ সেপ্টেম্বর রওনা দেবে মহাকাশযানটি। NASA-র যৌথ টিম এই অভিযান সফল করতে কাজ করছে। হার্ডওয়্যারগুলি পরীক্ষাকরে দেখা হচ্ছে। পাশাপাশি, উৎক্ষেপণের দিন আবহাওয়া কেমন থাকে, সেদিকেও নজর রয়েছে সকলের, যাতে কোনও রকম বিপত্তি দেখা না দেয়। (NASA News)



দুই নভোশ্চরকে নিয়ে মহাকাশে রওনা দেবে SpaceX-এর Crew Dragon মহাকাশযানটি। কোনও পাইলট থাকছেন না। NASA-র নিক হেগ এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ROSCOSMOS আলেকজান্ডার গরবানোফ রওনা দেবেন। আগে থেকেই কোয়রান্টিনে ছিলেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার রাত ১১টায় ফ্লোরিডায় NASA-র কেনেডি স্পেস সেন্টারে পৌঁছবেন তাঁরা। এতদিন হিউস্টনের জনসন স্পেস সেন্টারে কোয়রান্টিনে ছিলেন তাঁরা।



নিক কমান্ডার হিসেবে এই অভিযানে অংশ নিচ্ছেন, আলেকজান্ডার বিশেষজ্ঞ হিসেবে। ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশযানটির উৎক্ষেপণ হবে। NASA জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে সুনীতা, ব্যারি, ডন পেটিট, অ্যালেক্সেই অভচিন এবং ইভান ভ্যাঙ্গনারের সঙ্গে আপাতত কাজে যোগ দেবেন তাঁরা। সব মিলিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন নভোশ্চরের সংখ্যা হবে সাত।


প্রথমে ঠিক হয়েছিল, চার জন নভোশ্চরকে পাঠানো হবে। পাইলটের ভূমিকায় থাকার কথা ছিল নিকের। পরে রদবদল ঘটে। সুনীতা এবং ব্যারিকে নিয়েই পৃথিবীতে ফিরবেন তাঁরা। আপাতত পাঁচমাস মহাকাশেই থাকবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। সম্প্রতি মহাকাশেই জন্মদিন পালন করেন সুনীতা।