নয়াদিল্লি: অন্ধকারে ডুবে যাবে পৃথিবী। টানা ছ’মিনিট থাকবে না আলো। ২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ মুহূর্ত হতে চলেছে। এত দীর্ঘ সময় ধরে সূর্যের পূর্ণগ্রাস অবস্থান অত্যন্ত বিরল। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে এই একবারই পৃথিবী থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়ে থাকতে দেখা যাবে সূর্যকে। এই সূর্যগ্রহণকে ‘Great North African Eclipse’ বলা হচ্ছে। উপমহাদেশে এখন থেকেই তাই উৎসাহ চোখে পড়ছে। চিত্রগ্রাহক থেকে বিজ্ঞানী, সকলেই মুখিয়ে রয়েছেন। উৎসাহিত সাধারণ মানুষও। (Total Solar Eclipse)
২০২৭ সালের ২ অগাস্ট, সোমবারের ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সময়ে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে অন্ধকারাচ্ছন্ন থাকবে পৃথিবী। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। আর সেই কারণেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের নাম রাখা হয়েছে ‘Great North African Eclipse’. লিবিয়া এবং মিশরে পূর্ণগ্রাস অবস্থা সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে বলে খবর। (Total Solar Eclipse 2027)
বিজ্ঞানীরা জানিয়েছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ স্পেনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দুপুর ১.৩০টা থেকে ২টোর মধ্য়ে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া এবং মিশরে ২টো থেকে ২.৩০টের মধ্যে। সৌদি আরবে দুপুর ৩টেয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে অবস্থানের নিরিখে একটু এদিক ওদিক হতে পারে। চাঁদ যখন সূর্যকে ঢাকতে শুরু করবে এবং আড়াল যখন সরে যাবে, সবমিলিয়ে ২.৫ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে। এর মধ্যে ৬ মিনিট ২৩ সেকেন্ড পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যাবে সূর্য। খ্রিস্টপূর্ব ৭৪৩ সালের ১৫ জুনই সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ৭ মিনিট ২৮ সেকেন্ড। ২১১৪ সালের ২৩ অগাস্টে ফের দীর্ঘ সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তিনটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ-
- ওইদিন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে পৃথিবী। ফলে আকাশে আকারে তুলনামূলক ছোট দেখাবে সূর্যকে।
- আবার ওই একই সময়ে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে চাঁদ। ফলে আকারে তুলনামূলক বড় দেখাবে।
- পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যে ছায়া পড়বে, তা মাটির উপর ক্রমশ সরে সরে যাবে। গোটা গ্রহণপর্বেই এই অবস্থান বজায় থাকবে।
আটলান্টিক মহাসাগরের উপর গ্রহণ শুরু হবে। পৃর্বদিকে ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার উপর হবে শেষ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর যে অংশ থেকে, তা অত্যন্ত সংকীর্ণ, ২৫৮ থেকে ২৭৫ কিলোমিটার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন অন্ধকারে ডুবে যাবে দক্ষিণ স্পেনের কাদিজ, মালাগা, উত্তর আফ্রিকারল মরক্কো, তানজিয়ার, টেটুয়ান, আলজিরিয়া, টিউনিশিয়া, বেনগাজি, লিবিয়া, মিশরের লাক্সর. সুদানের উত্তর-পূর্ব অংশ, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশ, জেড্ডা, মক্কা, ইয়েমেনের কিছু অংশ এবং সোমালিয়ার উত্তর-পূর্ব অংশ।
ভারত-সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে না। দেখতে পাবে না উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়ার সিংহভাগ এবং অস্ট্রেলিয়া।