নয়াদিল্লি: যেমন তেমন ব্যাপার নয়, উচ্চতায় বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। প্রশান্ত মহাসাগরের নীচে এবার নয়া পর্বতের হদিশ মিলল। গুয়াতেমালা উপকূলে, প্রশান্ত মহাসাগরের গর্ভে তলদেশের মাপজোক চলছিল। তাতেই ওই সুউচ্চ পর্বতের হদিশ পেয়েছেন গবেষকরা। এতদিন সমহাসাগরের তলদেশে সেটি লুকিয়ে ছিল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভূবিজ্ঞানীদের মধ্যে। (Seamount Discovered)


মহাসাগরের তলদেশ মাপজোকের সময়ই হদিশ মিলল লুকিয়ে থাকা পর্বতের


মেক্সিকোর দক্ষিণে, গুয়াতেমালা উপকূল অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের তলদেশে মাপজোক চলছিল। সেই সময় ৫ হাজার ২৫০ ফুট উঁচু ওই পর্বতের হদিশ মেলে। পৃথিবীর উচ্চতম নির্মাণ বুর্জ খলিফার চেয়ে এই পর্বত দ্বিগুণ উঁচু বলে জানা গিয়েছে। বিলুপ্তপ্রায় একটি আগ্নেয়গিরি থেকেই এই পর্বতটির সৃষ্টি বলে জানিয়েছেন গবেষকরা। এই আবিষ্কার নয়া হলেও, এমন একাধিক নজির রয়েছে বলে খবর। (Science News)


মহাসাগরের নীচে লুকিয়ে থাকা ওই পর্বতটির আকার শঙ্কুর মতো। আমেরিকার স্মিডট ওশান ইনস্টিটিউটের তরফে মহাসাগরের তলদেশ মাপার অভিযান চলছিল। সেই সময়ই ওই পর্বতটি আবিষ্কৃত হয়। ভারতীয় বংশোদ্ভূত জ্য়োতিকা ভিরমানি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর। তিনি জানিয়েছেন, এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল ওই পর্বত। এ থেকেই বোঝা যায়, পৃথিবীর কত কিছুই এখনও অজানা আমাদের। আগামী দিনে এই আবিষ্কার গবেষণার কাজে সহায়ক হবে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: Mars Mission Paused: পৃথিবীর আকাশে হঠাৎ অদৃশ্য মঙ্গল, লালগ্রহের মাটিতে অভিযানে আপাতত বিরতি NASA-র


আমেরিকার স্মিডট ওশান ইনস্টিটিউট জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ১৪ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহাসাগরের নীচে অবস্থান পর্বতটির। গুয়াতেমালা উপকূল থেকে পর্বতটির দূরত্ব মেরেকেটে ১৫৬ কিলোমিটার। কস্টারিকা থেকে ইস্ট পেসিফিক রাইস, ছয়টি টেকটোনিক পাতের সংযোগ স্থল পর্যন্ত মাপজোক চলছিল। সেই সময় মাল্টিবিম সোনার ম্যাপিংয়ে পর্বতটির হদিশ মেলে।  


ভারতীয় তরুণীর নেতৃত্বে গবেষণা চালাতে গিয়ে মহাসাগরের নীচে পর্বতের হদিশ মিলল


এই আবিষ্কার আগামী দিনে সমুদ্র এবং ভূবিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজে সহায়ক হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই পর্বতকে ঘিরে প্রবাল-সহ সামুদ্রিক প্রাণীদের পৃথক বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। জ্যোতিকা জানিয়েছেন, সাগর-মহাসাগরের নীচে এখনও ১ লক্ষের বেশি পর্বত লুকিয়ে রয়েছে। বিভিন্ন স্যাটলাট থেকে প্রাপ্ত তথ্য অন্তত তেমনই জানান দিয়েছে। প্রযুক্তির দৌলতে এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।