World's First Video Call: ১৯২৭ সালের ৭ এপ্রিল। নিউ ইয়র্ক সিটি অডিটরিয়ামে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদক একত্রিত হয়েছে। আর কিছুক্ষণ পরেই বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কারকে সবার সামনে প্রদর্শন করা হবে। আর সেই উপলক্ষে সাংবাদিকদের এই সম্মেলন ‌। কিছুক্ষণ পর সেখানকার মঞ্চে রাখা যন্ত্রে শুরু হল কথোপকথন। কথোপকথনের সঙ্গে একটা চৌকো খোপের মধ্যে ভেসে উঠল ওইপার থেকে যার গলার আওয়াজ শোনা যাচ্ছে, তার ছবি। তিনি তৎকালীন বাণিজ্য মন্ত্রী হার্বার্ট হুভার। কথা বলছেন ওয়াশিংটন ডিসি থেকে। নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসির মধ্যেকার দূরত্ব অন্তত কয়েকশো মাইল। কিন্তু নিমেষে সেসব উধাও। চোখের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বক্তার মুখ। ইতিহাস বলছে, এটিই পৃথিবীর প্রথম ভিডিয়ো কল!


কেমন ছিল ভিডিয়ো কলের কোয়ালিটি ? 


বিশ্বের প্রথম ভিডিয়ো কলের কোয়ালিটি কেমন ছিল ? এই প্রসঙ্গে বিস্তারিত লেখা হয়েছিল পরদিনের সংবাদপত্রে। বলা হয়েছিল কলের কোয়লিটি ছিল বেশ খারাপ। ঠিকমতো দেখা যাচ্ছিল হার্বার্টের মুখ। আবছা ছিল সেটি। পরে বিজ্ঞানীদের কাছ থেকে জানা যায়, ওই কলে প্রতি সেকেন্ডে মাত্র ১৮ বার হুভারের ছবি দেখানো হচ্ছিল। যে কারণে ঠিকভাবে দেখা যায়নি হার্বার্টকে।‌ প্রসঙ্গত, হুভারের ফোন ধরেছিলেন  ওয়াল্টার গিফোর্ড। 


কী বলেছিলেন হার্বার্ট ?


ওই দিনের ওই ভিডিয়ো কলের বিজ্ঞানের চমকপ্রদ আবিষ্কার নিয়েই বলতে শোনা গিয়েছিল হার্বার্টকে। তিনি বলেন, বিজ্ঞান অবশেষে দূরত্বের বাধাকেও পেরিয়ে এল।  মানুষের মেধার দ্বারাই এটি সম্ভব হল। একই বিস্ময় প্রকাশ পেয়েছিল পরের দিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে। 


কী লেখা হয় সংবাদমাধ্যমে ?


ভিডিয়ো কোয়ালিটি নিয়ে কথা উঠেছিল বটে। কিন্তু তার পরও বিজ্ঞানের এই অভূতপূর্ব আবিষ্কার চমকে দিয়েছিল সাংবাদিকদের। পরের দিনের প্রতিবেদনের পরতে পরতে ছিল তারই প্রকাশ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে লেখা হয়, ‘এ যেন হঠাৎ একটা  ছবি নিজে থেকে কথা বলতে শুরু করে দিয়েছে। কথা বলছে, হাসছে, মাথা দোলাচ্ছে এমনকি এদিক ওদিক দেখছেও!’


অভূতপূর্ব হলেও পায়নি জনপ্রিয়তা


বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার। চমকে গিয়েছিলেন অনেকেই। কিন্তু তার পরেও যেন দূর থেকে দেখেই সরে আসেন সবাই। রোজকার জীবনে এখনকার মতো ভিডিয়ো কল প্রবেশ করছে লেগে গিয়েছে বহু বছর। কারণ সেই সময় এর দরকার বোধ করেননি কেউ। তবে গিফোর্ড বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে একদিন ঠিক মানুষ এই প্রযুক্তিকে আপন করবে। এর মধ্যে দিয়ে খুঁজে পাবে স্বস্তি। আর আজ লং ডিস্ট্যান্স সম্পর্কের বড় স্বস্তি কিন্তু এই ভিডিয়ো কল। করোনা কালের পর থেকে যা আরও বেড়ে গিয়েছে বৈকি।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Science News: এবার সেকেন্ডে চার্জ হবে ফোন ? কীভাবে হবে এই অসাধ্য সাধন