স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আবারও নতুন ফোনের সিরিজ নিয়ে আসছে রেডমি (Redmi)। লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১১ প্রো সিরিজ (Redmi Note 11 Pro Series)। এমন কম দামে, অসংখ্য আকর্ষণীয় ফিচার সহ রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি (Redmi Note 11 Pro Plus 5G) এবং রেডমি নোট ১১ প্রো (Redmi Note 11 Pro) নিশ্চিতভাবে নজর কাড়বে গ্যাজেটপ্রেমীদের।
বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নজর দিতেই হবে এই কারণগুলিতে :
১. এই ফোনে মেন ক্যামেরা থাকছে ১০৮ মেগাপিক্সেল। যা বাজারের মান অনুযায়ী সর্বোচ্চ রেজোলিউশনের ইমেজ সেন্সর। এবং এটি শুধু এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফিচারই নয়, সেই সঙ্গে এমন দামে বিরল বৈশিষ্ট্যও বটে।
২. রেডমি নোট ১১ প্রো-তে মিলবে আকর্ষণীয় অ্য়ামোলেড স্ক্রিন যার ফলে বিস্তৃত ও সূক্ষ্ম রংও চোখে পড়বে, নজর কাড়বে।
৩. এই ফোনে মিলবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এর ফলে ডিসপ্লে স্ক্রিন থাকে মসৃণ ও কাজ করে দ্রুত, কোনওরকম ইনপুট বা অ্যানিমেশন ল্যাগ ছাড়াই।
৪. রিডিং মোড ৩.০-এর সঙ্গে ১২০০ নিটস পিক ঔজ্জ্বল্য ব্যবহারকারীকে সরাসরি সূর্যের আলোতেও ফোনে লেখা পড়তে সাহায্য করে।
৫. কম আলোয় ছবি তোলাও এই ফোনে এখন জলভাত। পৃথিবীর সবচেয়ে পাতলা আল্ট্রা-হাই রেজোলিউশন এইচএম ২ ইমেজ সেন্সর ও ৯-ইন-ওয়ান পিক্সেল বিনিং টেকনোলজিই সাহায্য করবে সেই কাজে।
৬. ৬৭ ডব্লিউ সোনিক চার্জ ৩.০ দিয়ে চার্জ হবে এই ফোনে। অর্থাৎ মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোন, এবং চলবে গোটা দিন।
৭. রেডমি নোট ১১ প্রো সিরিজে ব্যাটারি মিলবে ৫০০০ mAH। অর্থাৎ চিন্তা না করে একবার চার্জ দিলেই গোটা দিনের জন্য নিশ্চিন্ত।
৮. রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি-এ উন্নত ৫জি প্রযুক্তি মিলবে যার ফলে এই ফোন অন্যান্য ৫জি টেকনলজি সম্পন্ন স্মার্টফোনগুলির থেকে আলাদা হবে। অন্যান্য ফোনগুলি উল্লেখযোগ্যভাবে কম ৫জি ব্যান্ড অফার করে।
৯. এই রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি-তে ব্যবহৃত হয়েছে লিক্যুইড কুলিং প্রযুক্তি। এটি ফোন গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। হিটপাইপ সলিউশনের সর্বশেষ উদ্ভাবন এই প্রযুক্তি তাপকে দূর করতে এবং এই দামের অন্যান্য যে কোনও স্মার্টফোনের চেয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে।
১০. রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি-তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ সম্পন্ন আধুনিক ৫জি প্রসেসর। এর ফলে ফোনে কাজ করা আরও মসৃণ ও দ্রুত হবে।
১১. আর এত কিছু সমস্ত মিলবে, মাত্র ২০ হাজারের মধ্যেই ! অর্থাৎ বলাই বাহুল্য, রেডমি নোট ১১ প্রো সিরিজ বাজারে এসে শুধু গেমচেঞ্জারই হবে তা নয়, নতুন সংজ্ঞা পাবে ফোন দুনিয়া।