মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্ন বোলারদের প্রচেষ্টাকে স্বীকৃতি দানের জন্য দলের ব্যাটসম্যানদের কাছে আর্জি জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পারথের পিচে কোহলি দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। তার আগে অ্যাডিলেড টেস্টে চেতেশ্বর পূজারা, সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে চাপের মুখে ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। বাকি ব্যাটসম্যানরা সেভাবে সফল হতে পারেননি। অন্যদিকে সিরিজের গত দুটি টেস্টেই বোলাররা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। চার ইনিংসে ৪০ টি উইকেট তুলেছেন তাঁরা।
মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই পারথ টেস্টে হারতে হয়েছে ভারতকে। ফলে অস্ট্রেলিয়া অ্যাডিলেডে হেরেও পারথ টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে পেরেছে।
তৃতীয় টেস্টের আগে তাই অধিনায়কের মুখে শোনা গেল ব্যাটসম্যানদের তাঁদের নিজেদের দায়িত্ব পালনের কথা। কোহলি বলেছেন, ব্যাটসম্যানদের রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের বোলাররা যথার্থই দুরন্ত বোলিং করছেন। ব্যাটসম্যানরা রান না করতে পারলে বোলারদের আর কিছু করার থাকে না।
অধিনায়ক বলেছেন, পরে ব্যাট করতে হলে আমরা বিপক্ষের থেকে বেশি বা তাদের স্কোরের যতটা সম্ভব কাছাকাছি রান করার চেষ্টা করব। একটা বড় রানের সমান স্কোর করলে খেলার ফলাফল দ্বিতীয় ইনিংসের ওপরই নির্ভর করবে। প্রথম ইনিংসে লিড পেলে তা কাজে লাগানো যায়। এ জন্য ব্যাটসম্যানদের যৌথভাবে পারফর্ম করতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে।
কোহলি স্পষ্ট করে দিয়েছেন, অ্যাডিলেডে জয় বা পারথে বার মেলবোর্ন টেস্টে কোনও প্রভাব ফেলবে না।
ভারত শেষবার মেলবোর্নে যে টেস্ট খেলেছিল তা ড্র হয়েছিল। ওই ম্যাচে কোহলি ও রাহানে সেঞ্চুরি করেছিলেন।
বক্সিং ডে টেস্টে পিচ সবুজ থাকবে বলেই আশা প্রকাশ করেছেন কোহলি।