লন্ডন: নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের সর্বকালের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে ঠাঁই পেলেন সচিন তেন্ডুলকর। দলের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস।


ম্যাকালাম তাঁর সর্বকালের সেরা দলে সচিনের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ক্যারিবিয়ান ক্রিস গেইলকে। তিন নম্বরে প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং। এছাড়াও ম্যাকুলাম তাঁর দলে রেখেছেন আরও তিনজন অসি ক্রিকেটারকে। তাঁর হলেন, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন এবং মিচেল জনসন।
৩৪ বছরের ম্যাকালাম গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জীবনের শেষ ম্যাচে টেস্টে দ্রুততম শতরানের নজির গড়া এই বিধ্বংসী উইকেট-রক্ষক ব্যাটসম্যানের দলে রিচার্ডস ও গেইল ছাড়াও আর এক ক্যারিবিয়ান ব্রায়ান লারাকেও রাখা হয়েছে। দুই কিউই বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টকেও এই দলে রেখেছেন ম্যাকুলাম।
এছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিসও।


ম্যাকালাম বলেছেন, আমার দলে টপ অর্ডারে থাকবেন একজন বিধ্বংসী ব্যাটসম্যান। সেই হিসেবে গেইলের চেয়ে আর কেউ ভালো হতে পারে না। আর সচিন তো সারাদিন ধরেই ব্যাট করতে পারেন। পন্টিংয়ের রয়েছে অসাধারণ পরিসংখ্যান। দুই ওপেনারকে শুরুতে হারালেও পন্টিং একার হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চাপের মুখেও শট খেলেন এবং আগ্রাসী ব্যাটিং করতে পারেন।
চার নম্বরে লারাকে রেখেছেন ম্যাকালাম। এর পরই আসছেন কিংবদন্তী ক্যারিবিয়ান রিচার্ডস।
ম্যাকুলাম বলেছেন, একটা সেশনেই ম্যাচের রাশ কেড়ে নিতে পারেন লারা। এরপরই আসছেন ভিভ। তিনিই দলের অধিনায়ক। তাঁর দক্ষতা ও চিরচেনা ঔদ্ধত্যে বলকে সীমানার বাইরে পাঠানোর ব্যাপারে ভিভ অতুলনীয়।
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অলরাউন্ডার কালিস আসবেন ছয় নম্বরে। ম্যাকালাম বলেছেন, টপ অর্ডারে খেললেও তাঁর দলে ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকেই রাখতে হয়েছে কালিসকে। তবে ছয় নম্বরে খেললেও নিজের চেনা ছন্দেই কালিস খেলবেন বলে ম্যাকালামের আশা।
গিলক্রিল্ট উইকেটকিপার। সাত নম্বরে নেমে গিলি কাজের কাজটা করে দিতে পারেন বলে মন্তব্য ম্যাকুলামের।
বোলিং ডিপার্টমেন্টে কিংবদন্তী লেগ স্পিনার ওয়ার্নের সঙ্গে ম্যাকুলাম রেখেছেন জনসন এবং নিজের দেশের সাউদি ও বোল্টকে।
ম্যাকালাম বলেছেন, জনসন বেশ কয়েক বছর ধরেই বিপক্ষকে সন্ত্রস্ত করে রেখেছিলেন। এর সঙ্গে প্রয়োজনে ব্যাটিংটাও করে দিতে পারেন। আর ওয়ার্নের রেকর্ডই ওর হয়ে কথা বলবে।
সাউদি ও বোল্ট নিউজিল্যান্ডকে একটা গড়পড়তা দল থেকে অন্যতম সেরা দলে পরিণত হতে সাহায্য করেছে বলে মন্তব্য প্রাক্তন কিউই অধিনায়ক ম্যাকালামের।