ব্যাঙ্কক: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিন অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যতই উন্নতি করুক না কেন, ক্রিকেটে যে এখনও বহু যোজন পিছিয়ে, সেটা ফের দেখা গেল। একটি টি-২০ প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ১৪ রানে অলআউট হয়ে গেল চিনের মহিলা দল। পুরুষ বা মহিলা, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই সর্বনিম্ন স্কোর।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর মহিলা দল ৩ উইকেটে ২০৩ রান করে। জবাবে ১০ ওভারের মধ্যেই ১৪ রানে শেষ হয়ে যায় চিনের ইনিংস। সর্বোচ্চ ৪ রান করেন হিন লিলি।
এই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহী ও চিন ছাড়াও খেলছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মায়ানমার। এই দেশগুলিতে ক্রিকেট খেলা জনপ্রিয় করার লক্ষ্যেই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চিনে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আইসিসি। তবে চিন এখনও অবধি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি।
১৪ অলআউট! টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড চিনের মহিলা দলের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2019 05:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -