ব্যাঙ্কক: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিন অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যতই উন্নতি করুক না কেন, ক্রিকেটে যে এখনও বহু যোজন পিছিয়ে, সেটা ফের দেখা গেল। একটি টি-২০ প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ১৪ রানে অলআউট হয়ে গেল চিনের মহিলা দল। পুরুষ বা মহিলা, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই সর্বনিম্ন স্কোর।


এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর মহিলা দল ৩ উইকেটে ২০৩ রান করে। জবাবে ১০ ওভারের মধ্যেই ১৪ রানে শেষ হয়ে যায় চিনের ইনিংস। সর্বোচ্চ ৪ রান করেন হিন লিলি।

এই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহী ও চিন ছাড়াও খেলছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মায়ানমার। এই দেশগুলিতে ক্রিকেট খেলা জনপ্রিয় করার লক্ষ্যেই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চিনে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আইসিসি। তবে চিন এখনও অবধি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি।